স্পোর্টস ডেস্ক: ইংলিশ প্রিমিয়ার লীগ ফুটবলে পয়েন্ট তালিকার দ্বিতীয় স্থানে উঠে এসেছে আর্সেনাল। রোববার এমিরেটস স্টেডিয়ামে গুরুত্বপুর্ন এই ম্যাচে দুই দল আর্সেনাল ও ম্যানইউ মুখোমুখি হয়। ম্যানচেস্টার ইউনাইটেডকে ৩-০ গোলে হারিয়ে পয়েন্ট তালিকায় নিজের অবস্থান করে নিয়েছে আর্সেনাল। এ ম্যাচের প্রথম ৭ মিনিটের মধ্যেই ইউনাইটেডের জালে দুই দফা বল পাঠিয়ে এগিয়ে যায় গানাররা। ম্যাচের তৃতীয় গোলটিও তারা আদায় করেছে ১৯তম মিনিটে।
এদিন অসাধারণ পাসিংয়ের মধ্য দিয়ে ইউনাইটেডকে বিধ্বস্ত করেছে গানাররা। ম্যাচের ষষ্ঠ মিনিটে অ্যালেক্সিস সানচেজ ইউনাটেডের গোলপোস্টের খুবই কাছ থেকে দারুণ দক্ষতা দেখিয়ে বল জালে পাঠিয়ে দিলে লীড পায় আর্সেনাল। পরের মিনিটেই ব্যবধান দ্বিগুণ করতে সক্ষম হয় স্বাগতিকরা। এসময় আনুমানিক ১২ মিটার দূর থেকে জোড়ালো শটে লক্ষ্য ভেদ করেন মেসুত ওজিল। ম্যাচের ১৯তম মিনিটে সানচেজ আবারো গোল করে দলকে ৩-০ ব্যবধানে এগিয়ে নেন। ফলে দলের হয়ে শেষ তিন ম্যাচ থেকেই গোল আদায় করতে সক্ষম হয়েছেন অপ্রতিরোধ্য এই স্ট্রাইকার।
পয়েন্ট তালিকার শীর্ষে থেকে গত সপ্তাহের ইতি টানা ইউনাইটেডকে এই ম্যাচে অনেকটাই নিস্প্রভ মনে হয়েছে। বলতে গেলে ম্যাচের পুরোটা সময়ই নিয়ন্ত্রন করেছে স্বাগতিকরা। পিটার চেচ-এর একমাত্র বিপজ্জনক আক্রমনটি ছাড়া পুরো সময়টাই যেন ঘুমিয়ে কাটিয়েছে রেড ডেভিলসরা।
ইউনাইটেডের বিপক্ষে বিগত ১৭ বছরের মধ্যে সবচেয়ে বড় এই জয়ের ফলে আর্সেনাল পৌছে গেছে পয়েন্ট তালিকার দ্বিতীয় অবস্থানে। ১৬ পয়েন্ট সংগ্রহকারী ক্লাবটি তালিকার শীর্ষে থাকা ম্যানচেস্টার সিটির চেয়ে মাত্র দুই পয়েন্টে পিছিয়ে রয়েছে।
গত মঙ্গলবার চ্যাম্পিয়ন্স লীগে অলিম্পিয়াকোসের কাছে নিজেদের মাঠে ৩-২ গোলে পরাজয়ের মনোবেদনা নিয়ে রোববার ইউনাইটেডের মোকাবেলা করতে নেমেছিল আর্সেনাল। তবে ম্যাচের শুরুতেই তারা ওই হতাশা দূর করতে সক্ষম হয়।
অপরদিকে লেফট ব্যাক হিসেবে অ্যাশলে ইয়ং ও রাইট ব্যাক হিসেবে ইতালীয় ডিফেন্ডার মাত্তেও ডারমিয়ান শুরু থেকেই দলের সঙ্গে মানিয়ে নিতে ব্যর্থ হন। ফলে প্রতিপক্ষের আক্রমনে তারা ধোকা খেয়েছে বারবার।
অ্যারন রামসে ও ওজিল সম্মিলত আক্রমন চালিয়ে খুবই দ্রুততার সঙ্গে বল সানচেজের কাছে পাঠিয়ে সফলতা লাভ করেন। পরের মিনিটে থিও ওয়ালকটের সঙ্গে ওয়ান টু ওয়ান বল বিনিময়ের মাধ্যমে আক্রমন রচনা করে এগিয়ে গিয়ে বাঁকানো শটে ইউনাইটেড রক্ষনভাগকে বোকা বানান ওজিল।
এদিন মধ্যমাঠে ইউনাইটেডের দূর্বলতার সুযোগকে ভাল ভাবেই কাজে লাগিয়েছে আর্সেনালের আক্রমনভাগ। বিশেষ করে সানচেজ ছিলেন বেশী উদ্দীপ্ত। অপ্রতিরোধ্য পারফর্মেন্স দিয়ে তিনি বার বার হামলা চালিয়েছেন ইউনাইটেডের গোল পোস্টে। ফলে গোল রক্ষক ডেভিড গিয়াকে পরাস্ত করে পুর্ন তিন পয়েন্ট আদায় করতে সক্ষম হয়েছে গানাররা।
৬ অক্টোবর, ২০১৫/এমটিনিউজ২৪/রাসেল/মাহমুদ