শুক্রবার, ০৭ অক্টোবর, ২০১৬, ০৮:৪৫:১১

উইকেটে ফাটলের ছবি টুইট করল নিউজিল্যান্ড ক্রিকেট বোর্ড, কিন্তু কেন?

উইকেটে ফাটলের ছবি টুইট করল নিউজিল্যান্ড ক্রিকেট বোর্ড, কিন্তু কেন?

স্পোর্টস ডেস্ক: দিনের সেরা স্ট্রোকটি নিল নিউজিল্যান্ড ক্রিকেট সংস্থা। কেন উইলিয়ামসনদের ক্রিকেট বোর্ডের ওয়েবসাইটে ইনদওরের বাইশ গজের ছবি তুলে দেওয়া হল।


সুপ্রিম কোর্ট এবং লোঢা কমিটি নিয়ে ভারতীয় বোর্ডের ভবিষ্যৎ নিয়ে চরম অনিশ্চয়তা তৈরি হয়েছে। ইনদওরে ভারত বনাম নিউজিল্যান্ড তৃতীয় এবং শেষ টেস্টের প্রস্তুতি থামেনি।
আবহাওয়ার পূর্বাভাসকে ছাপিয়ে বৃহস্পতিবার বেশি আগ্রহ ছিল বাইশ গজ নিয়ে। এবং, পিচ নিয়ে পূর্বাভাস হচ্ছে, ঘূর্ণিই থাকছে অশ্বিন-জাডেজা স্পিন জুটির জন্য। দিনের সেরা স্ট্রোকটি নিল নিউজিল্যান্ড ক্রিকেট সংস্থা। কেন উইলিয়ামসনদের ক্রিকেট বোর্ডের ওয়েবসাইটে ইনদওরের বাইশ গজের ছবি তুলে দেওয়া হল।
ম্যাচ শুরু কাল, শনিবার। কিন্তু দু’দিন আগে থেকেই বাইশ গজে ফাটলের উপস্থিতি কারও চোখ এড়াতে পারবে না। পিচের ছবি দেখে দু’টো জিনিস মনে হবে। এক) দুরন্ত ঘূর্ণিতেই বিদেশিদের স্বাগত জানাচ্ছে ইনদওর। দুই) স্পিন আতঙ্কে নিউজিল্যান্ডের ঘুম ছুটেছে।

দু’বছর পরে গৌতম গম্ভীরের টেস্টে প্রত্যাবর্তন অবশ্য প্রায় নিশ্চিত। দলের দুই ওপেনার কে এল রাহুল এবং শিখর ধাওয়ান দু’জনেই চোটের জন্য ছিটকে গিয়েছেন। এই অবস্থায় নবাগত করুণ নায়ার নন, কলকাতা নাইট রাইডার্সের অধিনায়ককেই খেলানোর কথা ভাবা হচ্ছে। গম্ভীর স্পিন ভাল খেলেন বলে ইনদওরের সম্ভাব্য টার্নিং ট্র্যাকে তাঁর খেলার সম্ভাবনা আরও বেশি। ভারতীয় দলের ব্যাটিং কোচ সঞ্জয় বাঙ্গারও বৃহস্পতিবার সাংবাদিক সম্মেলনে এসে সেরকম ইঙ্গিত দিয়ে গিয়েছেন।-এবেলা
০৭ অক্টোবর,২০১৬/এমটি নিউজ২৪ ডটকম/এইচএস/কেএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে