শুক্রবার, ০৭ অক্টোবর, ২০১৬, ১০:০০:০৪

বাংলাদেশ-ইংল্যান্ড প্রথম ওয়ানডে: বাংলাদেশের সম্ভাব্য একাদশ

বাংলাদেশ-ইংল্যান্ড প্রথম ওয়ানডে: বাংলাদেশের সম্ভাব্য একাদশ

আমিনুল: তিন ম্যাচ ওয়ানডে সিরিজের প্রথমটিতে আজ ইংল্যান্ডের মুখোমুখি হবে বাংলাদেশ। মিরপুর শের-ই-বাংলা ক্রিকেট স্টেডিয়ামে দুপুর আড়াইটায় শুরু হবে ম্যাচটি। যা সরাসরি সম্প্রচার করবে গাজী টিভি। প্রস্তুতি ম্যাচে ইংল্যান্ডকে ৩১০ রানের টার্গেট ছুড়ে দিয়েও জয় পায়নি বিসিবি একাদশ। তাই আজকের ম্যাচে জয় পেতে হলে বড় স্কোরের বিকল্প নেই। আর বড় স্কোর পেতে হলে ব্যাটসম্যানদের রান পাওয়ারও বিকল্প নেই।

সেক্ষেত্রে বাংলাদেশ আজ একজন অতিরিক্ত ব্যাটসম্যান খেলাতে পারে। আর সেটা হতে পারেন আফগানিস্তানের বিপক্ষে শেষ দুই ওয়ানডেতে সেরা একাদশে না থাকা ইমরুল কায়েস। প্রস্তুতি ম্যাচে ইংল্যান্ডের বিপক্ষে অনবদ্য সেঞ্চুরি করে সেরা একাদশে সুযোগ পাওয়াটা সময়ের দাবি করে ফেলেছেন ইমরুল।

প্রস্তুতি ম্যাচে নাসির হোসেনও ভালো করেছেন। অন্যদিকে বোলার আল-আমিন হোসেনও আসতে পারেন সেরা একাদশে।

তার আগে চলুন জেনে নিই ইংল্যান্ডের বিপক্ষে প্রথম ওয়ানডেতে কেমন হতে পারে বাংলাদেশের সেরা একাদশ।

বাংলাদেশের সম্ভাব্য একাদশ :
১. তামিম ইকবাল
২. ইমরুল কায়েস
৩. সাব্বির রহমান
৪. মুশফিকুর রহিম
৫. সাকিব আল হাসান
৬. মাহমুদউল্লাহ রিয়াদ
৭. মোসাদ্দেক হোসেন সৈকত
৮. মাশরাফি বিন মুর্তজা
৯. মোশাররফ হোসেন রুবেল
১০. আল-আমিন হোসেন
১১. তাসকিন আহমেদ।
-রাইজিংবিডি
০৭ অক্টোবর,২০১৬/এমটি নিউজ২৪ ডটকম/এইচএস/কেএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে