স্পোর্টস ডেস্ক: কথিত হামলার ভয়ে নিরাপত্তার অযুহাতে অস্ট্রেলিয়া ক্রিকেট দল তাদের ঢাকা সফর বাতিল করেছে। এর কয়েকদিনের মাথায় দক্ষিণ আফ্রিকার নারী ক্রিকেট দলও তাদের সফর স্থগিত করেছে। বাংলাদেশের মাটিতে এই দুটি সিরিজ এখন কবে হবে তার কোন সম্ভাব্য তারিখ কারোই জানা নেই। সব মিলিয়ে বাংলাদেশের ক্রিকেট আকাশে কিছুটা মেঘ জমেছে তা বলাই যায়। তাই টাইগারদের অভিভাবক নাজমুল হাসান পাপন এখন আইসিসির কাছে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন।
তবে আইসিসির কাছে নালিশ জানিয়ে আদৌ কি কোন লাভ হবে? কিংবা আইসিসিতে এসব নিয়ে কথা বলতে গিয়ে কারো সমর্থন মিলবে? এমন প্রশ্নের জবাবে বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন নিজেদের শক্তির জানানই দিলেন। বললেন, আইসিসিতে বাংলাদেশ এখন আর দুর্বল নয়।
৯ অক্টোবর দুবাইতে আইসিসির সভায় যোগ দেবেন তিনি। কথা বলবেন অস্ট্রেলিয়া, দক্ষিণ আফ্রিকার মেয়েদের না আসার বিষয় নিয়ে। এ সময় কাউকে সাথে পাবেন? নাজমুল হাসান বলছেন, ‘আইসিসিতে বাংলাদেশ আর দুর্বল নয়। আইসিসিতে আমাদের অবস্থান আগের চেয়ে অনেক ভাল হয়েছে। আমার দৃঢ় বিশ্বাস, অন্যান্য বোর্ডগুলোর সঙ্গে দারুণ সম্পর্ক রয়েছে আমাদের।’
তাই তো কিছু বললে সেটা জলে যাবে না- এমনই বিশ্বাস বিসিবি সভাপতির, ‘আমি জানি একটা জিনিস ওদেরকে অনুরোধ করলে ওরা সেটা মেনে নেবে। কিন্তু নিরাপত্তার ব্যাপারটা সহজ নয়। পাকিস্তান তো এতো বছর ধরে বলে যাচ্ছে; তাই বলে কি আমরা যাচ্ছি। বাংলাদেশকে ওই ধরনের রাষ্ট্রের সাথে তুলনা করা যাবে না। এই জিনিসটাই আমি বোঝানোর চেষ্ট করব।’
তবে অস্ট্রেলিয়ার সফর বাতিল করাকে ক্রিকেট ভক্তরা একটু অন্য চোখেই দেখছে। কেউ কেউ বলছে অজিরা টাইগারদের থাবাকে ভয় পেয়ে ঢাকায় পা রাখছে না। কারণ চোখের সামনে ভারত,পাকিস্তান, দক্ষিণ আফ্রিকার মতো দলকে হারিয়ে সিরিজ জিতেছে টাইগাররা। কাজেই এই মুহুর্তে অস্ট্রেলিয়ার ঢাকায় পা রাখা মানে টাইগারদের বিরুদ্ধে সিরিজ হারের লজ্জা নিয়ে দেশে ফেরতে হতে পারে, মূলত এ কারণেই হয়ত তারা আসছে না।
৬ অক্টোবর, ২০১৫/এমটিনিউজ২৪/রাসেল/মাহমুদ