মঙ্গলবার, ০৬ অক্টোবর, ২০১৫, ১১:৩০:৫৯

টাইগারদের দুই কোচের সাথে গানম্যান!

টাইগারদের দুই কোচের সাথে গানম্যান!

স্পোর্টস ডেস্ক : বাংলাদেশের ক্রিকেটের চিত্রটা কি পাল্টে যাচ্ছে! সবকিছুর জন্য দায়ী যেন অসি ক্রিকেট বোর্ডের বাংলাদেশে না আসার সিদ্ধান্ত। জঙ্গি ইস্যু তোলায় পরিস্থিতি ঘোলাটে হচ্ছে।

দক্ষিণ আফ্রিকার নারী ক্রিকেট দলের বাংলাদেশে আসা নিয়ে যখন হতাশ হওয়ার মত বার্তা দেয়া হয়েছে বিসিবিকে। অর্থাৎ আসতে চাচ্ছে না দক্ষিণ আফ্রিকাও।

তখন টাইগারদের দুই কোচের নিরাপত্ত্বায় গানম্যান নিয়োগ দেয়ার নীতিগত সিদ্ধান্ত নেয়া হয়েছে। বিসিবির প্রধান নিরাপত্তা কর্মকর্তা হোসেন ইমাম এই তথ্য জানান।

মুল কোচ চাঁদ্রিকা হাতুরুসিংহে ও বোলিং কোচ হিথ স্ট্রিকের জন্য পুলিশের কাছ থেকে গানম্যান নিয়েছে বিসিবি। মঙ্গলবার থেকেই নাকি এই কোচের নিরাপত্ত্বায় রয়েছেন তারা।

এই দুই কোচের চলাফেরার সময় সাথে থাকবেন তারা।  এছাড়া ফিল্ডিং কোচ রিচার্ড হ্যালসল, একাডেমির অস্ট্রেলিয়ান ফিজিও ব্রেট হর্প এবং হাই পারফরম্যান্স (এইচপি) ইউনিটের অস্ট্রেলিয়ান মহাব্যবস্থাপক স্টুয়ার্ট কার্পিনেনের জন্যও নিরাপত্ত্বা ব্যবস্থা জোড়দার করতে পারে বাংলাদেশ ক্রিকেট বোর্ড।
৬ অক্টোবর ২০১৫/এমটিনিউজ২৪/হাবিব/এইচআর
 

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে