স্পোর্টস ডেস্ক : একটা সময় জাতীয় দলের নিয়মিত ক্রিকেটার ছিলেন রাজিন সালেহ। জাতীয় দলের বাইরে রয়েছেন দীর্ঘদিন ধরে। জাতীয় লিগে খেলার সুবাধে ফুল ফুটেই ঝড়ে যাওয়া রাজিনের ব্যাটিং শৈলী আরও একবার উপভোগ করার সুযোগ হলো গ্যালারির দর্শকদের।
অন্যদের জন্য তিনি এবার খবরের শিরোনাম। রাজিন সালেহ ব্যাট হাতে নামেন বরিশাল বিভাগের বিপক্ষে। বরিশাল বিভাগ ৫২৭ রানের পাহাড় দাঁড় করায় আর এর বিপরীতে জ্বলে ওঠে রাজিনের ব্যাট।
সঙ্গীর অভাবে নিজের সবটুকু ক্রিকেট শক্তির পরিচয় দিতে পারেননি রাজিন সালেহ। বেশ ধীরস্থিরভাবে ব্যাটিং করে দলকে টানিং পয়েন্টে নিয়ে যাচ্ছিলেন রাজিন সালেহ।
দলীয় ৪০০ রানে টিমের অন্য দশজন বিদায় নিলেও রাজিন অপরাজিত থাকেন ৮৯ রানে। সেঞ্চুরি করে দলকে বড় সংগ্রহ এনে দিতে চাচ্ছিলেন রাজিন।
সে ইচ্ছা পূরণ না হলেও পুরনো রাজিনের ব্যাটে ফের পাওয়া গেল ঝড়ের আভাস।
৬ অক্টোবর ২০১৫/এমটিনিউজ২৪/হাবিব/এইচআর