স্পোর্টস ডেস্ক : মিরপুরে দুর্দান্ত এক ক্রিকেটারের সন্ধান পেয়েছে বাংলাদেশ। বল হাতে মুস্তাফিজুর রহমানের চেয়ে বেশ উজ্জ্বল তিনি।
মুস্তাফিজুর রহমান জাতীয় লিগে ভালোই খেলছেন খুলনা বিভাগের হয়ে। কিন্তু এটা ম্লান করে করেন দিয়েছেন এক নবীন। মুস্তাফিজ নয় এখানে দুর্দান্ত পারফর্ম করে ঢাকা মেট্টোকে কাঁদিয়েছেন সেই নতুন মুস্তাফিজ!
এই বলারের নাম মেহেদি হাসান মিরাজ। মিরাজ শুধু বোলার নয় ব্যাটসম্যানও। ঢাকা মেট্টোর বিপক্ষে খুলনার হয়ে বল হাতে মুস্তাফিজকে ছাড়িয়ে যাওয়ার মত পারফর্ম দেখান মিরাজ।
প্রথম সেসনে মিরাজ একাই নেন ৬ উইকেট। অন্যদিকে মুস্তাফিজ নেন দুই উইকেট। এখানেই নয় খুলনা ৪৫৫ রান করে প্রথম সেসনে।
কিন্তু এই দুই জাদুকরের অ্যাকশনে ২৭১ রানে গুটিয়ে যায় ঢাকা মোট্টো। এর পরে ঢাকা মেট্টোকে ব্যাটিংয়ের আমন্ত্রণ জানান রাজ্জাক।
এখানেও ৩৫ রানে ৪ উইকেট হারায় ঢাকা মেট্টো। দুটি উইকেট মিরাজের ১টি মুস্তাফিজের। ব্যাট হাতে মিরাজ করেন ৬৭ রান। একই মঞ্চ থেকে মুস্তাফিজকে ছাড়িয়ে আলো ছড়াচ্ছেন মিরাজ।
৬ অক্টোবর ২০১৫/এমটিনিউজ২৪/হাবিব/এইচআর