স্পোর্টস ডেস্ক : সোমবার দিনটি ভালো কাটেনি ভারতের। এদিন টি-টোয়েন্টিতে ভারতীয় ক্রিকেটাররা দক্ষিণ আফ্রিকার কাছে শোচনীয়ভাবে হার মানে। টানা দুটি ম্যাচ জিতে নিয়ে সিরিজ জয় নিশ্চিত করে দক্ষিণ আফ্রিকা। তবে এদিন বল হাতে উজ্জ্বল ছিলেন ভারতের এক বোলার।
দলের খারাপ দিনেও ভালো পারফর্ম করেন রবিচন্দ্র অশ্বিন। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ২৪ রান দিয়ে ৩ জন ভয়ঙ্কর ব্যাটসম্যানকে ফেরান তিনি৷
২০১০-১৫ পর্যন্ত টানা ২৮টি টি-টোয়েন্টি ম্যাচ খেলেছেন রবিচন্দ অশ্বিন৷ এই পাঁচ বছরে ভারতের হয়ে সবচেয়ে বেশি উইকেট নিয়েছেন অশ্বিন। এই সময়ের হিসাবে তার উইকেট সংখ্যা ২৯ টি।
২৮ ম্যাচ খেলে অশ্বিনের পরে রয়েছে ইরফান পাঠান। তিনি শিকার করেছেন ২৪টি উইকেট। তিন নম্বরে রয়েছেন ২৭ টি ম্যাচ খেলে ২৪ টি উইকেট শিকার করা হরভজন সিং।
৪০ ম্যাচে ২৩ টি উইকেট নিয়ে যুবরাজ সিং রয়েছেন চার নম্বরে। এর পরে ১৭ টি উইকেট নিয়ে পাঁচ নম্বরে রয়েছেন অশোক দিন্দা ও জহির খান।
৬ অক্টোবর ২০১৫/এমটিনিউজ২৪/হাবিব/এইচআর