স্পোর্টস ডেস্ক: বার্সারা সমর্থকদের জন্য দারুণ সুখবর। তাদের প্রিয় ক্লাবের প্রধান অস্ত্র লিওনেল মেসি এখন আগের চাইতে অনেকটা সুস্থ রয়েছেন। হাঁটুতে আঘাত পেয়ে প্রায় দুই মাসের জন্য বাহিরে থাকতে হবে তাকে। কিন্তু দু সপ্তাহ পার হতে না হতে তিনি এখন ক্রাচ ছাড়াই দ্রিবি হেঁটে বেড়াচ্ছেন। এবার চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী ফিজিওথেরাপি বাড়িয়ে দেবেন।
এখন তার লক্ষ্য, আর দু’সপ্তাহের মধ্যে দৌঁড়নো শুরু করা। তার পর দলের সঙ্গে অনুশীলন শুরু করবেন তিনি। এটায় পৌঁছতে আরও দু’সপ্তাহ লাগবে। পরের এক সপ্তাহে অনুশীলনের পরিমাণ আরও বাড়াবেন বলে জানানো হয়।
৬অক্টোবর ২০১৫,এমটিনিউজ২৪/আরিফুর/রাজু