স্পোর্টস ডেস্ক: সোমবার কটকের বারাবটি স্টেডিয়ামে ব্যাটিং আর দর্শকদের বোতল বৃষ্টিতে লজ্জায় ডুবেছিল ভারত। দর্শকদের বোতল নিক্ষেপের কারণে দু’দফায় প্রায় ৪০ মিনিট খেলা বন্ধ থাকে।
ক্রিকেট পরাশক্তি ভারতের মাটিতে এমন ঘটনায় অবাক হয়েছে গোটা বিশ্ব, উঠেছে সমালোচনা ঝড়। তবে ভারত দলের অধিনায়ক মহেন্দ্র সিং ধোনির চোখে দর্শকদের মাঠে বোতল ছোঁড়ার বিষয়টি ছিল পুরোপুরি স্বাভাবিক।
বোতল ছোঁড়ার ব্যাপারটি নিয়ে তিনি বলেন, ‘এটা খুব একটা সিরিয়াস ঘটনা নয়। বেশ কিছু দর্শক মাঠে বোতল ছুঁড়েছিলেন। ক্রিকেটারদের নিরাপত্তার কথা মাথায় রেখেই আম্পায়াররা খেলা সাময়িক স্থগিত রাখার সিদ্ধান্ত নিয়েছিলেন৷ আমাদের খারাপ পারফরম্যান্সের জন্যই দর্শকরা বোতল ছুঁড়ছিল। বেশ কিছু বোতল আজকে খুব বাজে জায়গায় চলেও এসেছিল। তবে পরের দিকে শুধু মজার ছলেই দর্শকরা বোতল ছুঁড়ছিল। আমার মনে হয় না এই বিষয়টা নিয়ে সিরিয়াসলি ভাবা উচিৎ। আমার মনে আছে,ভাইজাগে একটা ম্যাচে আমরা জেতার পরেও এইভাবে মাঠে বোতল উড়ে এসেছিল।’
৬অক্টোবর ২০১৫,এমটিনিউজ২৪/আরিফুর/রাজু