স্পোর্টস ডেস্ক : বাংলাদেশ ক্রিকেট বোর্ডের কড়া নির্দেশনা রয়েছে বিদেশে বা দেশে সাক্ষাৎকার কিংবা সংবাদ সম্মেলনে বাংলা বা ইংরেজী ছাড়া কথা বলা যাবে না।
বাংলাদেশ নারী ক্রিকেট টিমের অধিনায়ক সালমা খাতুন এই নিয়ম ভাঙ্গেন পাকিস্তানের করাচিতে। তিনি সেদিন উর্দুতে যা বলেছিলেন সেটা জানতে হয়তো আগ্রহ রয়েছে সবার। করাচিতে আনুষ্ঠানিক সংবাদ সম্মেলনে পাকিস্তানের এক সাংবাদিক প্রশ্ন করেন- প্রতিপক্ষের কাকে কাকে আপনি হুমকি বলে মনে করেন।
সালমা খাতুন এই প্রশ্নের জবাবটা উর্দুতেই দেন। তিনি সেদিন বলেন- নাইন হ্যায়, বিসমাহ হ্যায়, অর জেরি ভি হ্যায়। অর সানাতো হ্যায়ই।
উর্দুতে এইসব কথা বলেই বিপকে পড়েন সালমা খাতুন। পরে তাকে সতর্ক করে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। সালমা খাতুনরা দেশে ফিরে আসলে বিসিবি বিষয়টি নিয়ে ক্রিকেটারদের আরো সতর্ক করবে। তবে সালমা খাতুনকে শাস্তিও দেয়া হতে পারে এই অপরাধের জন্য।
৬ অক্টোবর ২০১৫/এমটিনিউজ২৪/হাবিব/এইচআর