স্পোর্টস ডেস্ক : পাকিস্তানের সাবেক অধিনায়ক শোয়েব মালিকের কাছে উড়ে এসেছে সুখবর। পাকিস্তান জিম্বাবুয়ের বিরুদ্ধে দুই ফরমেটেই দারুণ জয় পেয়েছে। এখানে অসাধারন খেলেছেন মালিক।
জিম্বাবুয়ে পর্ব শেষ। পাকিস্তানের ভাবনায় এখন ইংল্যান্ড। ইংল্যান্ডের বিরুদ্ধে খেলার জন্য টেস্ট দল ঘোষণা করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড।
২০১৫ বিশ্বকাপের পরে দলে সুযোগ পেয়ে ওয়ানডে ও টি-টোয়েন্টিতে ভালো করে যাচ্ছেন শোয়েব মালিক। ফিরে আসার পর টেস্টে মালিক কেমন খেলেন এটা দেখা হয়নি এখনো।
৫ বছর আগে অর্থাৎ ২০১০ সালের আগস্টে টেস্ট খেলেছিলেন তিনি। অক্টোবরে আবুধাবিতে ইংলিশদের বিরুদ্ধে টেস্ট, ওয়ানডে ও টি-টোয়েন্টি ক্রিকেট লড়াইয়ে নামছে পাকিস্তান।
নিরপেক্ষ ভেন্যুর এই সিরিজে টেস্ট দল ঘোষণা করেছে পাকিস্তান। ১৬ সদস্য বিশিষ্ট্য এই স্কোয়াডে রয়েছেন শোয়েব মালিক।
পাকিস্তানের টেস্ট দল : মিসবাহ উল হক (অধিনায়ক), আহমেদ শেহজাদ, আসাদ শফিক, আজহার আলী, ফাওয়াদ আলম, ইমরান খান, জুনায়েদ খান, মোহাম্মদ হাফিজ, রাহাত আলী, সরফরাজ আহমেদ, শান মাকসুদ, শোয়েব মালিক, ওয়াহাব রিয়াজ, ইয়াসির শাহ, ইউনিস খান ও জুলফিকার বাবর।
৬ অক্টোবর ২০১৫/এমটিনিউজ২৪/হাবিব/এইচআর