স্পোর্টস ডেস্ক: ব্যাটিং অদক্ষতা আর বোতল বৃষ্টিতে ইমেজ সঙ্কটে পড়ে লজ্জার সাগরে ভাসছে ভারত ক্রিকেট। ক্রিকেট বিশ্বে অন্যতম পরাশক্তি সম্পন্ন দেশ ভারত। আর তাদের কিনা নিজেদের মাটিতে সফরকারীদের বিপক্ষে পড়তে হলো ভীষণ লজ্জায়। এই লজ্জার দায় ভার কিছুতেই মেনে নিতে পারেনি তাদের দর্শকরা। তাই মাঠে উপস্থিত দর্শকরা বিশ্রি এক কান্ড ঘটিয়ে তাক লাগিয়ে দিয়েছেন বিশ্বকে। ভারতের ব্যাটিং বিপর্যয়ের দিনে তারা খেলোয়াড়দের লক্ষ্য করে মাঠে বোতল ছুঁড়তে শুরু করেন। উচ্ছৃঙ্খল দর্শকদের কারণে দুই দুইবার খেলা বন্ধ করতে হয়েছে। যা ছিল খুবই দৃষ্টিকটু ও নিন্দনীয়। এমন ন্যাক্কারজনক কাণ্ডে নিন্দার ঝড় বইছে ক্রিকেট বিশ্বে।
মাঠে উচ্ছৃঙ্খল দর্শকদের বোতল ছোঁড়া নিয়ে হতাশা প্রকাশ করেছেন ভারতের প্রাক্তন ব্যাটসম্যান ভিভিএস লক্ষণ। তিনি তার টুইটাইটে এ বিষয়ে টুইট করেন, ‘আজ সন্ধ্যায় ভারত যেভাবে খেলেছে তাতে দর্শকরা আহত হয়েছে। তবে তারা যেভাবে আচরণ করেছে সেটা সত্যিই হতাশাজনক।’
যুবরাজ সিং টুইট করেন, ‘কী লজ্জা! আমরা যখন জয়লাভ করি তখন সবই ভালো। কিন্তু হেরে গেলে আপনারা এ কেমন ব্যবহার দেখান? দয়া করে আপনাদের খেলোয়াড়দের একটু সম্মান করুন। সম্মান করুন খেলাকে।’
ভারত দর্শকদের অভদ্র আচরণে ব্যথিত হয়েছেন দক্ষিণ আফ্রিকার প্রাক্তন অধিনায়ক গ্রায়েম স্মিথ।তিনি হতাশা প্রকাশ করে টুইট করেন, ‘কটকের দর্শকদের আচরণে সত্যিই হতাশ ও ব্যথিত হয়েছি। খেলার মাঠে এমন দৃশ্যের অবতারণা হওয়া উচিত নয়।’
ইংল্যান্ডের প্রাক্তন ক্রিকেটার মাইকেল ভন বলেন, ‘খুবই বিরক্তিকর দৃশ্য। ভারতে তো ভেন্যুর অভাব নেই। তাদের শাস্তি দেওয়াটা তো খুবই সহজ। তাদেরকে কয়েক বছর আন্তর্জাতিক ম্যাচ আয়োজন না করতে দিলেই হয়।’
হার্ষা ভোগলে বলেন, ‘কটকে মর্যাদাহানিকর দৃশ্য। মাঠের মধ্যে বোতল ছোড়ার অধিকার কারো নেই। খেলোয়াড়দের পারফরম্যান্সের চেয়ে দর্শকদের পারফরম্যান্স ছিল বেশি নোংরা।’
ডব্লিউ ভি রমন টুইট করেন, ‘দর্শকরাই ক্রিকেটারদের নায়ক বানাতে পারে। কিন্তু যখন তাদের সেই নায়কেরা মাঠে খেলে তখন খারাপ আচরণের মাধ্যমে দেশকে ছোট করার কোনো মানে হয় না।’
সত্যিকার অর্থে ভারতের সমর্থকরা মাঠে যে অভদ্র আচরণ করেছে তা অবশ্যই নিন্দনীয়। এর জন্য হয়তো সফরকারীরা পরবর্তীতে ভাববেন এই সব ঝুঁকিপূর্ণ মাঠে খেলবে কি না?
৬অক্টোবর ২০১৫,এমটিনিউজ২৪/আরিফুর/রাজু