মঙ্গলবার, ০৬ অক্টোবর, ২০১৫, ০৬:৫১:২২

শাহাদাতের রিমান্ড আবেদনের শুনানি বৃহস্পতিবার

শাহাদাতের রিমান্ড আবেদনের শুনানি বৃহস্পতিবার

স্পোর্টস ডেস্ক: গৃহকর্মী নির্যাতনের মামলায় আটক জাতীয় দলের পেসার শাহাদাত হোসনের বিরুদ্ধে ৭দিনের রিমান্ড আবেদন করেছে পুলিশ।

মঙ্গলবার বিকেলে ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালতে এ রিমান্ড আবেদন করেন মিরপুর থানার পরিদর্শক শফিকুর রহমান। আদালত শুনানির জন্য আগামী বৃহস্পতিবার দিন ধার্য করেছেন।

এর আগে, সোমবার ঢাকা মহানগর হাকিম ইউসুফ হোসেনের আদালতে আত্মসমর্পণ করে জামিন আবেদন করলে আদালত তা নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেন।

রোববার রাজধানীর মালিবাগে শাহাদাতের শ্বশুরবাড়ি থেকে শাহাদাতের স্ত্রী নিত্যকে গ্রেফতার করে পুলিশ। পরে তাকে ঢাকা সিএমএম আদালতে হাজির করে মামলার সুষ্ঠু তদন্তের জন্য পাঁচ দিনের রিমান্ড আবেদন করেন মিরপুর মডেল থানার পরিদর্শক (তদন্ত) সফিকুর রহমান। অপরদিকে, নিত্যের আইনজীবী কাজী নজিবুল্লাহ হিরু তার জামিন আবেদন করেন।

ঢাকা মহানগর হাকিম ইউনুস খান তার রিমান্ড ও জামিন আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেন। এ ছাড়া তিন কার্যদিবসের মধ্যে তাকে জেলগেটে জিজ্ঞাসাবাদ করা যাবে বলেও উল্লেখ করেন বিচারক।
৬অক্টোবর ২০১৫,এমটিনিউজ২৪/আরিফুর/রাজু

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে