মঙ্গলবার, ০৬ অক্টোবর, ২০১৫, ০৭:২৪:১৪

টি-টোয়ান্টির পর ওয়ানডেতেও ব্যর্থ বাংলাদেশ প্রমিলা ক্রিকেট দল

টি-টোয়ান্টির পর  ওয়ানডেতেও ব্যর্থ বাংলাদেশ প্রমিলা ক্রিকেট দল

স্পোর্টস ডেস্ক: র্দীঘ দিন ধরে দেশের বাহিরে খেলার সুযোগ মেলেনি বাংলাদেশ প্রমিলা ক্রিকেট দলের। হয়তো অনেকে ভেবে বসেছেন পাকিস্তান সফরে গেলে সমতার লড়াইয়ে কিছুটা হলেও জবাব দিবেন সালমা-কান্তারা।

কিন্তু সমতা তো দূরের কথা স্বাগতিকদের কাছে চরমভাবে হেরেছে বাংলাদেশ নারী ক্রিকেট দল। টি-টোয়েন্টি সিরিজের পর এবার ওয়ানডে সিরিজও নিজেদের ব্যর্থতার পরিচয় দিলেন তারা। মঙ্গলবার সিরিজের শেষ ওয়ানডেতে পাকিস্তানের বিপক্ষে ৬ উইকেটের ব্যবধানে হেরেছে সালমারা।

করাচির সাউদার্ন ক্লাব ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে ব্যাট করে নির্ধারিত ৫০ ওভারে ৯ উইকেট হারিয়ে ১২৩ রান সংগ্রহ করেছে বাংলাদেশের মেয়েরা। দলের পক্ষে সর্বোচ্চ ৩৯ রান আসে ওপেনার আয়শা রহমানের ব্যাট থেকে। পাকিস্তানের পক্ষে সানা মীর ৪ টি ও আসমাভিয়া ইকবাল নেন ৩ টি উইকেট।

বাংলাদেশের দেয়া ১২৪ রানের জয়ের টার্গেটে ব্যাট করতে নেমে ৩৮.৩ ওভার ব্যাট করে ৪ উইকেট হারিয়ে জয়ের বন্দরে পৌঁছে যায় পাকিস্তান। ওপেনার মারিনা আকবাল রান আউট হওয়ার আগে করেন ৩১ রান। জাভেরিয়া খান ৭ রান করে নাহিদার বলে রুমানার তালুবন্দি হন। বিসমাহ মারুফ দলকে সহজ জয় পাইয়ে দিতে খেলেন ৪১ রানের ইনিংস।

চার নম্বরে নামা নাইন আবিদি ২২ রান করে নাহিদার দ্বিতীয় শিকার হন। তবে, সানা মির (১২) আর আলিয়া রিয়াজ (৭) অপরাজিত থেকে দলকে জয়ের দিকে নিয়ে যেতে বাকিটা পথ পাড়ি দেন।
৬অক্টোবর ২০১৫,এমটিনিউজ২৪/আরিফুর/রাজু

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে