বুধবার, ১২ অক্টোবর, ২০১৬, ০৯:২৪:৩৫

ইংল্যান্ডের ৪ উইকেট তুলে নিয়েছেন টাইগাররা

ইংল্যান্ডের ৪ উইকেট তুলে নিয়েছেন টাইগাররা

স্পোর্টস ডেস্ক: তিন ম্যাচ সিরিজের শেষ ওয়ানডেতে স্বাগতিক বাংলাদেশের ছুঁড়ে দেওয়া ২৭৮ রানের টার্গেটে ব্যাট করছে সফরকারী ইংল্যান্ড। শেষ খবর পাওয়া পর্যন্ত ইংল্যান্ডের সংগ্রহ ৩৫ ওভার শেষে ৪ উইকেট হারিয়ে ১৯২ রান।

এর আগে সিরিজ জিততে ইংল্যান্ডকে ২৭৮ রানের লক্ষ্য দিল বাংলাদেশ। বন্দর নগরী চট্টগ্রামে টস হেরে প্রথমে ব্যাটিং করে ৬ উইকেটে ২৭৭ রান করে টাইগাররা।

টাইগারদের হয়ে সবোর্চ্চ রান করেন ৬৭ রান করেন মুশফিক। এছাড়া সাব্বির ৪৯, ইমরুল ৪৬ ও তামিম ইকবাল ৪৫ রান করেন। ইংলিশদের হয়ে ৪৩ রানে ৪ উইকেট নেন লেগ স্পিনার আদিল রশীদ।

ইংল্যান্ডের ব্যাটিং উদ্বোধন করেন স্যাম বিলিংস ও জেমস ভিঞ্চ। ব্যাটিং করতে নেমে দারুণ শুরু করে সফরকারী দলটি। উইকেটের জন্য ১২তম ওভার পর্যন্ত অপেক্ষা করতে হয় টাইগারদের। প্রথম ওভারে এসেই ইংল্যান্ডের উদ্বোধনী জুটি ভেঙে দেন নাসির হোসেন।

জেমস ভিঞ্চকে লেগ বিফোরের ফাদে ফেলেন নাসির। আউট হবার আগে ৩২ বলে ৩২ রান করেন ভিঞ্চ।

এরপর বেন ডাকেটকে নিয়ে ইংলিশ রানের তরী এগিয়ে নেয়ে যেতে থাকেন স্যাম বিলিংস। ১৯তম ওভারে সাকিবের শেষ বলে এক রান নিতেই ক্যারিয়ারের দ্বিতীয় হাফ সেঞ্চুরি তুলে নেন স্যাম।

বিলিংসকে ফিরিয়ে ৬৪ রানের এই জুটি ভাঙেন মোসাদ্দেক হোসেন সৈকত। ২৫তম ওভারে সুইপ করতে গিয়ে ইমরুলকে ক্যাচ দিয়ে ফেরেন এই ইংলিশ ওপেনার।

এরপর ডাকেট-বেয়ারস্টো মিলে আরো ৪৫ রান যোগ করেন। গুটিটা যখন ভয়ঙ্কর হয়ে উঠছিল ঠিক তখনই দারুণ এক বলে বেয়ারস্টোকে বোল্ড করেন পেসার শফিউল ইসলাম। ১৮ বলে ১৫ রান করেন বেয়ারস্টো।  
১২ অক্টোবর,২০১৬/এমটি নিউজ২৪ ডটকম/ আ শি/এএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে