বৃহস্পতিবার, ১৩ অক্টোবর, ২০১৬, ০৯:৩০:৫৩

দক্ষিণ আফ্রিকার বিপক্ষে চরম লজ্জা পেল অস্ট্রেলিয়া

দক্ষিণ আফ্রিকার বিপক্ষে চরম লজ্জা পেল অস্ট্রেলিয়া

স্পোর্টস ডেস্ক: দীর্ঘদিন পর চরম লজ্জায় পড়তে হলো ক্রিকেট পরাশক্তি অস্ট্রেলিয়াকে। স্বাগতিক দক্ষিণ অফ্রিকার বিপক্ষে টানা পাঁচটি ওয়ানডে সিরিজের সবকটিতে হারের স্বাদ গ্রহন করতে হলো তাদের। তবে শেষ ম্যাচে ডেভিড ওয়ার্নারের দুর্দান্ত ১৭৩ রানের ইনিংসেও দলের জন্য শান্তির বার্তা এনে দিতে পারেনি।

এদিন কেপটাউনে ৩২৮ রানের লক্ষ্য ব্যাট করতে নেমে ২৯৬ রানেই থেমে যায় সফরকারী অস্ট্রেলিয়া। ফলে আফ্রিকার কাছে ৩১ রানে হেরে হোয়াইটওয়াশের লজ্জা নিয়ে মাঠ ছাড়তে হল অস্ট্রেলিয়াকে।

এর আগে টস জিতে ব্যাট করতে নেমে শুরুতেই তিন ব্যাটসম্যানকে হারায় প্রোটিয়ারা। তবে দলের হাল ধরেন রাইলে রশো ও জেপি ডুমিনি। ডুমিনি ৭৩ করে সাজঘরে ফিরে গেলে এক প্রান্ত আগলে রাখেন রশো। দারুণ শতক হাঁকিয়ে অবশেষে ১২২ রান করে আউট হন রশো। এছাড়া ডেভিড মিলারের ৩৯ দলের সংগ্রহে অবদান রাখে।

জবাবে ব্যাট করতে নেমে নিয়মিত বিরতিতে উইকেট হারায় অস্ট্রেলিয়া। ওয়ার্নার ছাড়া আর কেউই ভালো স্কোর গড়তে পারেনি। মিচেল মার্শ ও ট্রেভিস হেডের ব্যাট থেকে এসেছে  ৩৫ রান করে। ১৭৩ রানের রাজসিক ইনিংসের সুবাদে ম্যাচ সেরা নির্বাচিত হয়েছেন ওয়ার্নার। সিরিজ সেরার মুকুট ওঠে রশোর হাতে।
১৩ অক্টোবর,২০১৬/এমটিনিউজ২৪/এআর

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে