বৃহস্পতিবার, ১৩ অক্টোবর, ২০১৬, ১০:১৭:১১

নতুন একটি ইতিহাস গড়লেন টাইগার নেতা মাশরাফি

নতুন একটি ইতিহাস গড়লেন টাইগার নেতা মাশরাফি

স্পোর্টস ডেস্ক: জাতীয় ক্রিকেট দলের অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা নতুন একটি ইতিহাস গড়েছেন। টাইগার ক্রিকেটারদের মধ্যে সবার শীর্ষে তিনি।

বাংলাদেশের ক্রিকেট ইতিহাসে এখানে সেরা নাম মাশরাফি। সাকিব আল হাসানকে টপকে গেছেন তিনি। ওয়ানডে ক্রিকেটে বাংলাদেশের পক্ষে সর্বোচ্চ উইকেট শিকারি এখন মাশরাফি বিন মুর্তজা।

চট্টগ্রামে ইংল্যান্ডের বিপক্ষে সিরিজ নির্ধারণী তৃতীয় ম্যাচে দুটি উইকেট তুলে একনম্বরে উঠে যান টাইগার অধিনায়ক। ১৬৬ ম্যাচে মাশরাফির উইকেট সংখ্যা এখন ২১৬। আর তিন ম্যাচ কম খেলে সাকিবের ২১৫টি।

ইংলিশদের বিপক্ষে সিরিজ শুরুর আগে এগিয়ে ছিলেন সাকিবই। তবে এই সিরিজের ৩ ম্যাচে সাকিবের উইকেট ৩টি, সেখানে মাশরাফি নিয়েছেন ৮টি।

ওয়াডের ২১৬ উইকেটে পাশাপাশি টেস্টে ৭৮ ও টি-টুয়েন্টিতে ৩৮টি উইকেট নিয়েছেন মাশরাফি মুর্তজা।

২০৭ উইকেট নিয়ে মাশরাফি-সাকিবের পেছনে আছেন স্পিনার আব্দুর রাজ্জাক। ১১৯ উইকেট নিয়ে তার পরের অবস্থানে আরেক স্পিনার মোহাম্মদ রফিক। তবে আর কোনো টাইগার বোলার ১০০ উইকেট পাননি।
১৩ অক্টোবর ২০১৬/এমটিনিউজ২৪/হাবিব/এইচআর

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে