বৃহস্পতিবার, ১৩ অক্টোবর, ২০১৬, ১০:৪০:৪৪

টাইগারদের হারের জন্য ঘুরেফিরে আলোচনায় এই দুটি কারণ

টাইগারদের হারের জন্য ঘুরেফিরে আলোচনায় এই দুটি কারণ

স্পোর্টস ডেস্ক : শেষ ম্যাচে ইংল্যান্ডকে জবাব দেয়ার জন্যই মাঠে নামে বাংলাদেশ। হেসে ওঠে তামিম-ইমরুল ও সাব্বিরের ব্যাট। শুরুটা বলছিলো ভালো কিছুই করতে যাচ্ছে বাংলাদেশ টিম।

তবে মাঝে মাঝে বদলে যায় চিত্রপট। এর পরেও মুশফিকের ব্যাটে জয়েরই স্বপ্ন দেখে বাংলাদেশ। ২৭৮ রানের টার্গেট তো হয়েছে। আত্মবিশ্বাস থাকারই কথা। কেননা দ্বিতীয় ওয়ানডে ম্যাচে এর চেয়ে কম রানের টার্গেটেও জয় পায় বাংলাদেশ। সেদিনের মত এদিন সফল হতে পারেননি দেশের বোলাররা।

তবে খেলার শেষ দিকে ইমরুল কেন ক্যাচটি ছাড়লেন? নেই এ প্রশ্নের কোনো উত্তর। ক্রিকেটপ্রেমীদের তো জানাই আছে ক্যাচ মিস তো ম্যাচ মিস।

তাই ইমরুলকে নিয়ে আক্ষেপ। অন্যদিকে জয়ের জন্য শেষ ৩ ওভারে ইংল্যান্ডের দরকার ছিলো ১৭ রান। সেখানে ৪৮তম ওভারেই ১৭ রান দিলেন সফিউল।

দুই ওভার হাতে রেখেই জয় ইংল্যান্ডের। এই ওভারের প্রথম ও শেষ বলে ৬ খেয়েছেন সফিউল। সফিউল ও ইমরুলই যেন এই ম্যাচে হারের জন্য অনেকটা দায়ী।

তবে এখন অপেক্ষা বৈ কিছুই করার নেই। ফের কবে হবে ইংল্যান্ডের বিপক্ষে লড়াই। এর অপেক্ষায় থাকবে টাইগাররা।
১৩ অক্টোবর ২০১৬/এমটিনিউজ২৪/হাবিব/এইচআর

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে