স্পোর্টস ডেস্ক: গৃহকর্মী নির্যাতনের দায়ে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের খেলোয়াড় শাহাদাত হোসেন ও তার স্ত্রী নিত্য শাহাদাত গ্রেপ্তার হয়ে এখন জেল হাজতে অবস্থান করছেন। কিন্তু তাদের একমাত্র শিশুকণ্যা মানহা মা-বাবার জন্য সারাদিন শুধু কেঁদেই দিন পার করছে। মানহা এখনও মায়ের বুকের দুধ পান করে উল্লেখ করে তার নানা-নানী জানিয়েছেন, শিশু মানহার মুখে সারাদিনে তেমন কিছুই মুখে দেয়া সম্ভব হচ্ছেনা। সে শুধুই কাঁদছে। তার কান্নায় চারিদিকের বাতাস ভারী হয়ে আসছে।
রবিবার মালিবাগের বাবার বাড়ি থেকে পুলিশ গ্রেপ্তার করে শাহাদাতের স্ত্রী নিত্য শাহাদাতকে। দিনশেষে পুলিশ নিত্য শাহাদাতের জন্য পাঁচদিনের রিমান্ড চাইলে তা নামঞ্জুর করেন বিজ্ঞ আদালত। একদিন পরেই সেচ্ছায় আত্মসমর্পণ করেন শাহাদাত হোসেন। অন্যদিকে, আত্মসমর্পণের দিনই শাহাদাতকে জেল হাজতে প্রেরণ করেন আদালত।
ঘটনার মোড় নেওয়া শুরু এখান থেকেই। একমাত্র শিশুকন্যাকে মায়ের সঙ্গে দেওয়া হয়নি। রয়ে গেছে নানা-নানীর কাছেই। জানা গেলো, মায়ের জন্য কেঁদেই চলেছে ছোট্ট শিশুটি।
শাহাদাত আত্মসমর্পণ করার পর জামিনের আবেদন করলেও তা নামঞ্জুর করা হয়। তবে আশাবাদী শাহাদাতের এই আত্মীয়। বললেন, ‘আমরা চেষ্টা করে যাচ্ছি। হয়তো কয়েকদিনের মধ্যেই কিছু একটা ব্যবস্থা হতে পারে।’
এদিকে বাদীপক্ষের আইনজীবি অ্যাডভোকেট ফাহমিদা এ ব্যাপারে জানিয়েছেন, শাহাদাতের আইনজীবি আদালতে এ ব্যাপারে আবেদন করলে বাদীপক্ষ থেকে কোন আপত্তি থাকবে না।
তবে শিশু মানহার ব্যাপারে অবশ্যই নমনীয় হওয়ার কথা বললেন মামলার বাদী মোজাম্মেল হক বলেন, 'আমি যেটা আদালতে বলেছি, সেটাই বলতে চাই। সেটি হলো, নির্যাতিতা শিশু গৃহকর্মী হ্যাপির বিষয়েও যেমনটি ভাবতে হবে, একইভাবে ভাবতে হবে শাহাদাতের কন্যা মানহার কথাও। একজন মানুষ হিসেবেই এই ব্যাপারটি ভাবতে হবে বলে আমি মনে করি।'
৬ অক্টোবর, ২০১৫/এমটিনিউজ২৪/রাসেল/মাহমুদ