বৃহস্পতিবার, ১৩ অক্টোবর, ২০১৬, ০৫:৪৭:৫৩

কারা থাকছেন টেস্ট স্কোয়াডে?

কারা থাকছেন টেস্ট স্কোয়াডে?

ইয়াসিন, চট্টগ্রাম থেকে : বৃহস্পতিবার সকালেই চট্টগ্রাম ছেড়েছেন মাশরাফি বিন মুর্তজা ও নাসির হোসেন। ইংল্যান্ডের বিপক্ষে বাংলাদেশের টেস্ট স্কোয়াডে থাকছেন না তারা।

 টেস্টের সেরা পারফর্মার মুমিনুল হক চট্টগ্রাম পৌঁছেছেন বুধবার। বিসিবি একাদশের ক্রিকেটাররাও ওইদিনই হোটেলে উঠেছেন।
ওয়ানডে সিরিজে খেলা জাতীয় দলের ক্রিকেটাররা দুদিনের ছুটি পেয়েছেন। টিম ম্যানেজম্যান্টের এখন পুরোপুরি চোখ বিসিবি একাদশ ও ইংল্যান্ডের মধ্যকার প্রস্তুতি ম্যাচে।

দুটি দুই দিনের প্রস্তুতি ম্যাচের পারফরম্যান্স দল নির্বাচনে মূখ্য ভূমিকা রাখবে বলে ইঙ্গিত দিয়েছেন বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন। তবে সে তালিকাটাও বড় নয়! িঅটোমেটিক চয়েজ হিসেবে স্কোয়াডে থাকার সম্ভাবনা রয়েছে তামিম ইকবাল, ইমরুল কায়েস, মুমিনুল হক, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ, মোসাদ্দেক হোসেন সৈকত, সাকিব আল হাসানের।
বোলিংয়ে থাকতে পারেন মোহাম্মদ শহীদ, তাইজুল ইসলাম। তাসকিন আহমেদকে নিয়েও টিম ম্যানেজম্যান্ট ‘ঝুঁকি’ নিতে পারে। সৌম্য সরকার, সাব্বির রহমানকে প্রস্তুতি ম্যাচে পরীক্ষা দিয়ে টেস্ট স্কোয়াডে জায়গা নিতে হবে।

ব্যাটসম্যানদের মধ্যে বিসিবি একাদশের হয়ে প্রস্তুতি ম্যাচ খেলতে চট্টগ্রামে এসেছেন শাহরিয়ার নাফীস, নাজমুল হোসেন শান্ত, শুভাগত হোম, সাদমান ইসলাম, কাজী নুরুল হাসান সোহান, আব্দুল মজিদ, তানভীর হায়দার খান, মেহেদী হাসান মিরাজ। এদের মধ্যে স্কোয়াডে ঢোকার সম্ভাবনা বেশি সোহানের। বাংলাদেশের শেষ টেস্টে মুশফিকের পরিবর্তে কিপিং করেছিলেন লিটন কুমার দাস। ইনজুরির কারণে লিটন আপাতত নির্বাচকদের চিন্তায় নেই। সেক্ষেত্রে সদ্য ওয়ালটন জাতীয় লিগের তৃতীয় রাউন্ডে সেঞ্চুরির স্বাদ পাওয়া সোহানের টেস্টে অভিষেক হতেও পারে। এজন্য প্রস্তুতি ম্যাচে ভালো করতেই হবে তাকে। এ চেষ্টায় সোহান বৃহস্পতিবার ব্যক্তিগতভাবে অনুশীলন করেছেন জহুর আহমেদের ইনডোরে।

বোলিংয়ে বিসিবি একাদশের হয়ে খেলবেন রুবেল হোসেন, আল-আমিন হোসেন, কামরুল ইসলাম রাব্বি, আবু জায়েদ রাহী, ইবাদত হোসেন, সাদমান ইসলাম, শুভাশিস রায়, আবু হায়দার রনি। টেস্ট স্কোয়াডের পরীক্ষিত পারফর্মার রুবেল হোসেন অফফর্মের কারণে ওয়ানডে স্কোয়াড থেকে বাদ পড়েছেন। প্রস্তুতি ম্যাচে ভালো করলে ভাগ্য খুলতেও পারে বাগেরহাটের এই ক্রিকেটারের। মূল স্কোয়াডে থাকার সম্ভাবনা বেশি আল-আমিনের। ঘরোয়া লিগে ভালো করায় তাকে আবারও দেখা যেতে পারে সাদা জার্সিতে।      

স্কোয়াডে কে থাকবেন না-থাকবেন, সেটা দুই-তিন দিনের মধ্যেই নিশ্চিত হয়ে যাবে। প্রায় ১৩ মাস পর বাংলাদেশকে সাদা জার্সিতে কারা প্রতিনিধিত্ব করবেন সেটাই দেখার বিষয়!-রাইজিংবিডি
১৩ অক্টোবর,২০১৬/এমটি নিউজ২৪ ডটকম/এইচএস/কেএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে