বৃহস্পতিবার, ১৩ অক্টোবর, ২০১৬, ০৬:১৯:৫০

পাকিস্তানি মহিলা আইকন ফুটবলারের অস্বাভাবিক মৃত্যু

পাকিস্তানি মহিলা আইকন ফুটবলারের অস্বাভাবিক মৃত্যু

নিউজ ডেস্ক: পথ দুর্ঘটনায় অস্বাভাবিক মৃত্যু পাকিস্তানি মহিলা ফুটবলার শায়লা বালোচের। পাক জাতীয় মহিলা দলের এই নির্ভরযোগ্য স্ট্রাইকারের মৃত্যু ঘিরে বিভিন্ন মহলে প্রশ্ন উঠতে শুরু করেছে।

বুধবার রাতে করাচিতে দুর্ঘটনার কবলে পড়ে শায়লার গাড়ি৷ গুরুতর জখম হন তিনি। পরে তাঁকে মৃত বলে ঘোষণা করা হয়।  শায়লার মা রুবানি ইরফান পাকিস্তান ফুটবল ফেডারেশনের মহিলা শাখার চেয়ারপার্সন। বাবা বালোচিস্তানের মন্ত্রী।

ফলে জাতীয় মহিলা দলে শায়লার অন্তর্ভুক্তি নিয়ে প্রশ্ন উঠেছিল৷ খেলেই তার জবাব দিয়েছিলেন শায়লা।  মারাদোনা ও মেসির ভক্ত শায়লা বালোচ তিনবার দেশের শ্রেষ্ঠ মহিলা ফুটবলার নির্বাচিত হয়েছিলেন।

সাত বছর বয়সে ফুটবল শুরু করায় ফিফার কনিষ্ঠতম প্লেয়ারের তকমা পেয়েছিলে ন৷শায়লা বালোচের মৃত্যুতে পাক ক্রীড়া মহল শোকস্তব্ধ। দুর্ঘটনার বিষয়ে তদন্তে নেমেছে করাচি পুলিশ।
১৩ অক্টোবর,২০১৬/এমটি নিউজ২৪ ডটকম/আ শি/এএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে