স্পোর্টস ডেস্ক: বিষয়টি খুবই লজ্জাজনক! ভারতের মত ক্রিকেট পরাশক্তি সম্পন্ন দেশে ঘটলো এমন ন্যাক্কার জনক ঘটনা। আসলে সোমবারের ভারত-আফ্রিাকার ম্যাচে সব দিক দিয়ে সমভাবে অপমানিত হয়েছে ভারত ক্রিকেট বোর্ড। হারের চেয়েও বিশ্ব ক্রিকেটে যে বিষয়টি ব্যাপক ভাবে সমালোচিত হয়েছে হা হলো মাঠে দর্শকদের উল্টাপাল্টা আচরণ।
আর তা নিয়ে প্রতিবাদের ঝড় উঠেছে বিশ্ব ক্রিকেট অঙ্গনে। এবার কটকের সেই স্টেডিয়ামকে নিষিদ্ধের দাবি জানালেন সাবেক ইংলিশ অধিনায়ক মাইকেল ভন।
এক টুইটার বার্তায় তিনি বলেন, ‘বিরক্তিকর সব দৃশ্য দেখ গেল কটকে। ভারতে অনেক অনেক ভেন্যু আছে। শাস্তিটা খুব সহজ, কয়েক বছরের জন্য তাদেরকে আর কোন আন্তর্জাতিক ম্যাচ আয়োজন করতে না দেওয়া হোক!’
ভনের এই টুইটের পর অনেকেই প্রশ্ন তোলেন, শুধুই কটক? নাকি ভারতের সব ভেন্যুর ব্যাপারে তিনি এ কথা বলেছেন?
জবাবে নতুন করে টুইট করে সংশয় দূর করেন ভন, ‘শুধুই কটকে কয়েক বছর খেলা না হোক, পুরো ভারতে নয়। ২০১৬ টি-টোয়েন্টি বিশ্বকাপে কটকে যেন কোন ম্যাচ না হয়!’
৬অক্টোবর ২০১৫,এমটিনিউজ২৪/আরিফুর/রাজু