বৃহস্পতিবার, ১৩ অক্টোবর, ২০১৬, ০৬:৫৮:০৩

ব্রাজিলের জয়ের দিনে হেরে গেল আর্জেন্টিনা

ব্রাজিলের জয়ের দিনে হেরে গেল আর্জেন্টিনা

স্পোর্টস ডেস্ক: বিশ্বকাপ বাছাইপর্বে একই দিনে ভিন্ন দুই রূপ দেখলো ব্রাজিল ও আর্জেন্টিনা। বুধবার দারুণ জয়ে দক্ষিণ আমেরিকা অঞ্চলে বাছাইপর্বের শীর্ষে উঠলো উড়ন্ত ব্রাজিল।

আর নিজেদের মাঠের হারে পঞ্চম স্থানে নেমে গেলো আর্জেন্টিনা। ব্রাজিল নিজেদের মাটিতে ভেনিজুয়েলাকে ২-০ গোলে হারালেও আর্জেন্টিনা নিজেদের মাটিতে ১-০ গোলে হারে পারাগুয়ের কাছে।

এদিন দুই দলের দুই তারকা খেলোয়াড় খেলেননি। ইনজুরির কারণে আর্জেন্টিনার হয়ে খেলতে পারেননি লিওনেল মেসি। অন্যদিকে বাছাইপর্বে দুই হলুদ কার্ড দেখায় এ ম্যাচে নিষিদ্ধ ছিলেন ব্রাজিলের নেইমার।

তবে নেইমারহীন ব্রাজিলের কোনো অসুবিধা না হলেও বিপদে পড়ে মেসিহীন আর্জেন্টিনা। বিশ্বকাপ বাছাইপর্বে সর্বশেষ চার ম্যাচে মাত্র একটিতে জিতেছে আর্জেন্টিনা। উরুগুয়েকে ১-০ গোলে হারানোর পর ভেনিজুয়েলা ও পেরুর সঙ্গে ২-২ গোলে ড্র করে। আর সর্বশেষ প্যারাগুয়ের কাছে হারলো তারা।

এতে দক্ষিণ আমেরিকা অঞ্চলের ১০ দলের লড়াইয়ে ১০ ম্যাচে ৪ জয়, ৪ ড্র ও ২ হারে ১৬ পয়েন্ট নিয়ে টেবিলের পঞ্চম স্থানে আর্জেন্টিনা। এ অঞ্চল থেকে ২০১৮-রাশিয়া বিশ্বকাপে সরাসরি খেলবে পয়েন্ট টেবিলের শীর্ষ চার দল। পঞ্চম দলটি প্লে অফ খেলে বিশ্বকাপে জায়গা করে নেয়ার সুযোগ পাবে। আর্জেন্টিনা এখন অবস্থান করছে এই শঙ্কার জায়গায়।
১৩ অক্টোবর,২০১৬/এমটি নিউজ২৪ ডটকম/আ শি/এএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে