শুক্রবার, ১৪ অক্টোবর, ২০১৬, ০৯:০৫:২৩

দিবা-রাত্রির টেস্টে ইতিহাস গড়লেন আজহার আলী

দিবা-রাত্রির টেস্টে ইতিহাস গড়লেন আজহার আলী

স্পোর্টস ডেস্ক : প্রথমবারের মতই এই দিবা-রাত্রির টেস্টে মাঠে নেমেছে পাকিস্তান। আর মাঠে নেমেই ইতিহাস গড়লেন আজহার আলী।  নতুন এক কীর্তি গড়লেন আজহার আলী। ইতিহাসের প্রথম ক্রিকেটার হিসেবে দিবা-রাত্রির টেস্টে শতরানের মাইলফলক স্পর্শ করলেন তিনি।

বৃহস্পতিবার দুবাই ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে শতরানের অসাধারণ এক ইনিংস খেলে নিজেকে নিয়ে যান ইতিহাসের সোনালী পাতায়।

তবে তিন অংকের কোটা স্পর্শ করেই থেমে যাননি আজহার আলী। এই প্রতিবেদন লেখা পর্যন্ত তার রান ১২৩। আর ক্যারিবীয়দের বিপক্ষে প্রথম টেস্টের প্রথম দিনে পাকিস্তানের সংগ্রহ ২২৮/১। এই সময় পাকিস্তান ওভার খেলেছে ৭৩টি।

পাকিস্তানের এটাই প্রথম দিবা-রাত্রির টেস্ট ম্যাচ। ভারতীয় উপমহাদেশেরও প্রথম। এর আগে একটি মাত্রই দিবা-রাত্রির টেস্ট দেখেছে ক্রিকেটবিশ্ব। গত বছরের নভেম্বরে অ্যাডিলেড ওভালে অস্ট্রেলিয়ার মুখোমুখি হয়েছিল নিউজিল্যান্ড। তার প্রায় এক বছর পর দ্বিতীয়টিতে মুখোমুখি হয় পাকিস্তান ওয়েস্ট ইন্ডিজ।

পাকিস্তানের এটি ৪০০তম টেস্ট ম্যাচ। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দুবাইয়ের এই টেস্টে টসে জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেন মিসবাহ-উল হক। সিদ্ধান্তটা যে সঠিক ছিল তার প্রমান দিয়েছেন দুই উদ্বোধনী ব্যাটসম্যান। তবে দুর্ভাগ্য সামী আসলামের। রোস্টন চেসের বলে আউট হয়ে শতরান থেকে মাত্র ১০ রানের দুরে থেকেই যে সাজঘরে ফিরে যেতে হয় তাকে। এরপর আসাদ শফিককে সঙ্গী করে ব্যাট চালিয়ে যাচ্ছেন আজহার
১৪ সেপ্টেম্বর ২০১৬/এমটিনিউজ২৪/হাবিব/এইচআর

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে