শুক্রবার, ১৪ অক্টোবর, ২০১৬, ১২:৪৫:১৩

ইংল্যান্ড সিরিজেই টেস্ট অভিষেক তাসকিনের?

ইংল্যান্ড সিরিজেই টেস্ট অভিষেক তাসকিনের?

স্পোর্টস ডেস্ক: ২০১৪ সালের জুনে অভিষেকের পর রঙিন জার্সিতে এরই মধ্যে ২০টি ওয়ানডে ও ১৩টি টি-টোয়েন্টি ম্যাচ খেলেছে বাংলাদেশ জাতীয় দলের গতির দানব তাসকিন আহমেদ।
 
কিন্তু চোটে পড়ার ঝুঁকি থাকায় এখনো সাদা জার্সিতে অভিষেক হওয়ার সুযোগ মেলেনি তার। তবে সব ঠিকঠাক থাকলে সফরকারী ইংল্যান্ড সিরিজে টেস্ট অভিষেক হয়েও যেতে পারে তার।

ইংল্যান্ডের বিপক্ষে প্রস্তুতি ম্যাচের বিসিবি একাদশ দলে হঠাৎ করেই তাসকিনকে নেওয়াতে ঘটা করে প্রচার হচ্ছে তাহলে কি অবশেষে অপেক্ষার পালা শেষ হচ্ছে তাসকিনের।
চট্টগ্রামের এম এ আজিজ স্টেডিয়ামে বিসিবি একাদশের বিপক্ষে দুটি দুই দিনের প্রস্তুতি ম্যাচ খেলবে ইংল্যান্ড। যেটির প্রথমটি শুরু হচ্ছে আজ থেকে। দ্বিতীয় প্রস্তুতি ম্যাচটি শুরু হবে রোববার। সেই ম্যাচের জন্যই দলে নেওয়া হয়েছে তাসকিনকে।

এর আগে গত শনিবার ঘোষিত প্রস্তুতি ম্যাচের দলে তাসকিন ছিলেন না। তাকে পরখ করে দেখতে প্রস্তুতি ম্যাচের দলে অন্তর্ভুক্ত করেছেন নির্বাচকরা।

প্রস্তুতি ম্যাচে ভালো করলে হয়তো টেস্ট ক্যাপ পরার স্বপ্নও পূরণ হয়ে যেতে পারে ওয়ানডে অভিষেকেই পাঁচ উইকেট নেওয়া এই পেসারের!
এখন পর্যন্ত ১০টি প্রথম শ্রেণির ম্যাচ খেলার অভিজ্ঞতা আছে তাসকিনের। ১০ ম্যাচে উইকেটও নিয়েছেন ২৪টি। ইনিংস সেরা ৬৬ রানে ৪ উইকেট।
১৪ অক্টোবর,২০১৬/এমটিনিউজ২৪/এআর

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে