স্পোর্টস ডেস্ক: ধোনি-কোহলিদের লজ্জার দিনে, বাড়তি লজ্জা যোগ করেছে সে দেশের দর্শকরা। তাদের বৃষ্টির ন্যায় বোতল ছোঁড়ার দৃশ্য হতবাক করেছে বিশ্ববাসীকে। এ নিয়ে কটকের সেই স্টেডিয়ামকে নিষেদ্ধের দাবি তুলেছে তাদের প্রাক্তন খেলোয়াড় থেকে শুরু করে বিদেশি খেলোয়াড়রাও। তারা চাচ্ছেন অন্তত কটকের সেই স্টেডিয়ামকে কয়েক বছরের জন্য নিষিদ্ধ করা হোক।
তবে মাঠের বাজে পরিস্থিতির জন্য ক্ষমা চাইলেন ভারতের টেস্ট দলের অধিনায়ক বিরাট কোহলি। মঙ্গলবার এক টুইট বার্তায় একথা জানান বিরাট।
এবি ডি’ভিলিয়ার্সদের উদ্দেশ্যে টুইট বার্তায় কোহলি বলেন, ‘গতকালের (সোমবার) আচরণের ক্ষমা চাইছি। আমরা সবাই তোমাদের ভালোবাসি প্রোটিয়াস।’
৬অক্টোবর ২০১৫,এমটিনিউজ২৪/আরিফুর/রাজু