শনিবার, ১৫ অক্টোবর, ২০১৬, ০৭:১৮:০৫

নারীদের টি-২০ বিশ্বকাপ নিয়ে যে সিদ্ধান্ত নিল আইসিসি

নারীদের টি-২০ বিশ্বকাপ নিয়ে যে সিদ্ধান্ত নিল আইসিসি

স্পোর্টস ডেস্ক: ক্রিকেটে পুরুষদের চেয়ে মোটেও পিছিয়ে নেই নারীরা। কিন্তু খেলা সম্প্রচার, প্রচারে খুব একটা আগ্রহ না থাকায় মানুষের মনে স্থান নিতে পারছেন না মোটেও। তবে এবার সেই উপেক্ষার সংস্কৃতি থেকে বেরিয়ে আসল আন্তর্জাতিক ক্রিকেট বোর্ড (আইসিসি)। ২০২০ সালে অস্ট্রেলিয়ায় অনুষ্ঠিতব্য নারী ও পুরুষ টোয়েন্টি২০ বিশ্বকাপ আসরটি আলাদা আলাদাভাবে আয়োজিত হবে বলে নিশ্চিত করেছে ক্রিকেটের সর্বোচ্চ সংস্থাটি।

চলতি বছর ভারতে অনুষ্ঠিত টি২০ বিশ্বকাপে বেশ কিছু বিষয় নারী ও পুরুষ বিভাগে একত্রেই করার চেষ্টা করা হয়েছে। এমনকি ৩ এপ্রিল কলকাতায় ফাইনাল ম্যাচটিও একই ভেন্যুতে অনুষ্ঠিত হয়। কিন্তু অস্ট্রেলিয়ার ঘরোয়া নারী বিগ ব্যাশ লীগ টোয়েন্টি২০ প্রতিযোগিতাটি ব্যপক জনপ্রিয়তা লাভ করায় ক্রিকেট অস্ট্রেলিয়ার অনুরোধে আসন্ন আয়োজনটি পুরুষদের বিশ্বকাপের ছয়মাস আগে আয়োজনের সিদ্ধান্ত নেয়া হয়েছে। কেপ টাউনে আইসিসি’র গর্ভনিং বডির সভায় এই সিদ্ধান্ত নেয়া হয়।

নারী ক্রিকেটকে বিশ্বব্যপী আরো জনপ্রিয় করে তোলার লক্ষ্যেই এই ধরনের পদক্ষেপ গৃহীত হয়েছে। এমনটাই জানিয়েছেন ক্রিকেটর অস্ট্রেলিয়া ও আইসিসি গর্ভনেন্স কমিটির চেয়ারম্যান ডেভিড পিভার। তাদের মতে এর মাধ্যমে দুটি ভিন্ন আসরে দর্শক সংখ্যাও ভিন্ন মাত্রায় বৃদ্ধি পাবে। তাছাড়া টেলিভিশনের সম্প্রচারের বিষয়টিও এখানে গুরুত্ব দেয়া হয়েছে।
১৫ অক্টোবর,২০১৬/এমটিনিউজ২৪/এআর

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে