শনিবার, ১৫ অক্টোবর, ২০১৬, ০৯:১১:০৬

দাউদ ইব্রাহিমের হুমকির পর যা করলেন আফ্রিদি-জাভেদ মিঁয়াদাদ

দাউদ ইব্রাহিমের হুমকির পর যা করলেন আফ্রিদি-জাভেদ মিঁয়াদাদ

স্পোর্টস ডেস্ক: বেশ কিছুদিন ধরে উত্তপ্ত পাকিস্তান ক্রিকেট পাড়া। দেশটির সাবেক ক্রিকেটার জাভেদ মিয়াঁদাদ ও অলরাউন্ডার শহিদ আফ্রিদির মধ্যে বেশ কিছুদিন ধরে চলছে বাগযুদ্ধ। আফ্রিদি টাকার বিনিময়ে ম্যাচ ফিক্সিং করেছেন বলে অভিযোগ করেন মিয়াঁদাদ। অন্যদিকে আফ্রিদির পাল্টা অভিযোগ, মিঁয়াদাদ টাকার কাঙ্গাল। আর সে ঘটনার জের ধরে হুমকি আসে আন্ডার ওয়াল্ড ডন দাউদ ইব্রাহিমের কাছ থেকেও।

তবে সেই দ্বন্দ্ব আপাতত শেষ হয়েছে। জাভেদ মিয়াঁদাদ তার বক্তব্য প্রত্যাহার করেছেন। অন্যদিকে সে ঘটনায় ক্ষমা চেয়েছেন আফ্রিদি। খবর ডনের।
 
শনিবার একে অপরের সঙ্গে সাক্ষাৎ করেন। সাক্ষাতে মিয়াঁদাদকে তার বক্তব্য প্রত্যাহার করার জন্য ধন্যবাদ জানান আফ্রিদি।
 
মিয়াঁদাদকে উদ্দেশ করে আফ্রিদি বলেন, আপনি আমার সিনিয়র। আমি কখনও চাই না আপনি আমার কাছে ক্ষমা চান। আপনি বক্তব্য প্রত্যাহার করেছেন এটাই আমি এবং আমার ভক্তদের জন্য বড় পাওয়া।
 
মিয়াঁদাদ বলেন, আফ্রিদি আমার পাশে বসেছে এটা খুবই সন্তোষজনক বিষয়। তার এবং আমার মধ্যে কোনো পার্থক্য নেই।
 
আফ্রিদিকে শুভেচ্ছা জানিয়ে মিয়াঁদাদ বলেন, সে যদি আমার কোনো মন্তব্যে কষ্ট পেয়ে থাকে তাহলে সেই মন্তব্য আমি প্রত্যাহার করে নিলাম।
 
এদিকে, গত ১২ অক্টোবর জাভেদ মিয়াঁদাদের বেয়াই আন্ডারওয়ার্ল্ড ডন দাউদ ইব্রাহিম ক্রিকেটারকে আফ্রিদিকে হুমকি দেন বলে ভারতের একাধিক পত্রিকার খবরে বলা হয়। এনিয়ে বেশি বাড়াবাড়ি না করতে এবং চুপ থাকতে আফ্রিদিকে শাসান দাউদ। চুপ না থাকলে ফল ভালো হবে না বলে হুমকি দেয়া হয় আফ্রিদিকে। আর তাতেই নাকি চুপসে গেছেন পাকিস্তানের এ অলরাউন্ডার।
১৫ অক্টোবর,২০১৬/এমটিনিউজ২৪/এআর

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে