শুক্রবার, ১১ সেপ্টেম্বর, ২০১৫, ০৩:০১:৫৩

ভারত না গেলে, মুখ থুবড়ে পড়বে পাকিস্তান ক্রিকেট

ভারত না গেলে, মুখ থুবড়ে পড়বে পাকিস্তান ক্রিকেট

স্পোর্টস ডেস্ক : ভারতের বিরুদ্ধে আদৌ কি সিরিজ হওয়া সম্ভব? ধোঁয়াশা কাটেনি৷ ডিসেম্বরে ভারত-পাকিস্তানের সিরিজ যদি সত্যিই না হয়, তা হলে পিসিবি তাদের খরচ কমাতে বাধ্য হবে৷ পাকিস্তান বোর্ডের তরফেই এ কথা জানানো হয়েছে৷ পিসিবি-র এক কর্তা জানিয়েছেন, ‘আমরা ভেবেছিলাম, এই সিরিজ থেকে ৫ থেকে ৬ কোটি ডলার (৫০০ থেকে ৬০০ কোটি টাকা) রোজগার হবে৷

তিনি বলেন, ভারত-পাক সিরিজের আকর্ষণ বুঝেই, এই মুনাফার ব্যাপারটা মাথায় এসেছিল৷ ভেবেছিলাম সংগৃহীত অর্থ দেশীয় ক্রিকেটের উন্নতিতে ব্যবহার করা যাবে৷ কিন্তু, এই সিরিজ এখন না হলে, আমাদের খরচ তো কমাতেই হবে৷ কিছু ক্ষেত্রে কাটছাঁট করা আবশ্যক হয়ে পড়বে৷’

পিসিবি-র চেয়ারম্যান শাহরিয়ার খানও জানিয়েছেন, বোর্ডের বিভিন্ন দপ্তরে বাড়তি কর্মী রয়েছে৷ কাটছাঁট করতে হলে, সেখানেই করা দরকার৷ এই মুহূর্তে গোটা পাকিস্তানে পিসিবি-র কর্মচারীর সংখ্যা ৯০০ জন৷ যাদের মধ্যে কয়েকজনের মাইনে বেশ মোটা অঙ্কের৷ একটি সূত্র জানাচ্ছে, ২০০ জন কর্মচারীকে ছেঁটে ফেলার কথা নাকি ভাবছে পিসিবি৷ সমস্যাটা গভীর৷ পরিস্থিতি যা, তাতে বিরাট কোহলিরা সফরে না গেলে, পাকিস্তান ক্রিকেট মুখ থুবড়ে পড়বে৷

১১ সেপ্টেম্বর ২০১৫/এমটিনিউজ২৪/এসএস/এসবি

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে