বুধবার, ০৭ অক্টোবর, ২০১৫, ০১:৫৮:০০

সেই ক্রিকেট ম্যাচ ঘিরে আমেরিকায় প্রবল উৎসাহ

সেই ক্রিকেট ম্যাচ ঘিরে আমেরিকায় প্রবল উৎসাহ

স্পোর্টস ডেস্ক : ক্রিকেট আবার একটা খেলা নাকি! ৫ দিন ধরে খেলা চলার পরও পাওয়া যায় না কোনও ফলাফল। আমেরিকার ক্রীড়াপ্রেমীরা এমনই ভাবতেন৷ সেখানেই কিনা শেন ওয়ার্ন, শচীন টেন্ডুলকাররা ক্রিকেট খেলতে চলেছেন নিউ ইয়র্ক, হিউস্টন এবং লস অ্যাঞ্জেলেসে৷ দ্য ক্রিকেট অল স্টার ট্যুর নামে শচীনরা টি টোয়েন্টি ক্রিকেট খেলবেন৷

লন্ডন থেকে টেলিফোনে শেন ওয়ার্ন বললেন, ‘আমেরিকানরা কিন্তু এই ২৪০ বলের খেলাটা উপভোগ করবে৷ ওরা এখন বলছে, হ্যাঁ, টি টোয়েন্টি ঘরানার ক্রিকেট বেশ উত্তেজক৷’ পেপসি, মাস্টার কার্ড, স্টেট ফার্ম মিউচ্যুয়াল অটোমোবাইল ইনসিওরেন্স কোম্পানির মতো বিখ্যাত বাণিজ্যিক সংস্থাগুলো পৃষ্ঠপোষকতার দায়িত্ব নিয়ে এগিয়ে এসেছে৷ খেলা হবে ৭, ১১ এবং ১৪ নভেম্বর৷ টিকিটের দাম ৫০ থেকে ৩৫০ ডলার৷ এই মুহূর্তে টিভি স্বত্ব নিয়ে আলোচনা চলছে৷

শচীন এবং ওয়ার্নের মতে, দক্ষিণ এশিয়ার দেশগুলো ছাড়াও ওয়েস্ট ইন্ডিজ, অস্ট্রেলিয়া এবং নিউজিল্যান্ডের মানুষরা এই প্রতিযোগিতা দেখার ব্যাপারে সবচেয়ে বেশি আগ্রহ প্রকাশ করছেন৷ আমরা সবাই জানি, এই দেশের মানুষরা নানা চাকরি ও ব্যবসার কারণে আমেরিকায় ছড়িয়ে-ছিটিয়ে আছেন৷ ওরাই শচীন, ওয়ার্নদের ক্রিকেট দেখার জন্য হাজির হবেন৷ ওয়ার্ন মনে করছেন, ‘যা হবে, তা আসলে রক অ্যান্ড রোলের মতো৷’ শচীনের ধারণা, এভাবেই আমেরিকার ক্রীড়াপ্রেমীরা বেসবল ব্যাটের সঙ্গে ক্রিকেট ব্যাটও হাতে তুলে নেবেন৷

৭ অক্টোবর, ২০১৫/এমটিনিউজ২৪/এসএস/এসবি

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে