স্পোর্টস ডেস্ক : শৃঙ্খলাভঙ্গের জন্য অভিযুক্ত মারিনহো। সাদাম্পটনের কাছে ১–৩ ব্যবধানে হারার পর হোসে মারিনহো রেফারিং নিয়ে কড়া সমালোচনা করেছিলেন। ইংল্যান্ডের ফুটবল নিয়ামক সংস্থা এফএ চেলসি কোচকে শৃঙ্খলাভঙ্গের জন্য অভিযুক্ত করল। ৮ অক্টোবর ব্রিটিশ সময় সন্ধ্যা ৬টার মধ্যে জবাব দিতে হবে মোরিনহোকে।
রেফারি রবার্ট ম্যাডলি শনিবারের ম্যাচে চেলসিকে একটা পেনাল্টি দেননি। ক্ষুব্ধ মোরিনহো ম্যাচের পর বলেছিলেন, তার দলকে পেনাল্টি দিতে ভয় পান রেফারিরা। শুধু তাই নয়, এফ এ–র বিরুদ্ধেও তোপ দেগে মোরিনহো বলেছেন, ওরা যদি আমাকে শাস্তি দেবে মনে করে, দিক। কিন্তু অন্য কোচদের শাস্তি দেওয়া হয় না।
৭ অক্টোবর, ২০১৫/এমটিনিউজ২৪/এসএস/এসবি