সোমবার, ১৭ অক্টোবর, ২০১৬, ০৫:২০:৫৪

গুরুর মর্যাদা রাখতে চান সাব্বির রহমান

গুরুর মর্যাদা রাখতে চান সাব্বির রহমান

স্পোর্টস ডেস্ক: গুরু চন্দিকা হাথুরুসিংহের প্রত্যাশা পূরণের চেষ্টা করবো। কোচের আস্থার মর্যাদা রাখবো। স্বপ্ন ছিল টেস্ট খেলোয়াড় হিসেবে নিজেকে একদিন টেস্ট দলে সুযোগ পাবো। এখন তা পেয়েছি, এজন্য পরিবারের সবাই এবং আমি নিজেই খুব খুশি।

সোমবার অনুশীলনে যাওয়ার আগে হোটেল রেডিসন ব্লুর আঙ্গিনায় সাংবাদিকদের কাছে এমন অভিব্যক্তি ব্যক্ত করেন টেস্ট দলে অভিষেক হতে যাওয়া বাংলাদেশ দলের অলরাউন্ডার সাব্বির রহমান।
 
টেস্ট দলে সুযোগ পাওয়া নিয়ে সাব্বির বলেন, ‘টেস্টে হুট করে খেলা যায় না। ধারাবাহিকভাবে খেলতে হয়। এক একটা খেলায় এক এক ধরনের মাইন্ড সেট করতে হয়। টেস্টে কীভাবে খেলতে হয়, তা নিয়ে মাঠে এবং মাঠের বাইরে নিজেও অনুশীলন করেছি। তিন ফরম্যাটে যেন নিজেকে ভালোভাবে উপস্থাপন করতে পারি, সে বিষয়ে চেষ্টা করবো।’
 
টেস্ট ক্রিকেটে সুযোগ পাওয়াকে নিজের ক্যারিয়ারের অনেক বড় পাওয়া বলে মনে করছেন সাব্বির। এই সুযোগ কাজে লাগাতে মরিয়া টাইগার এই তারকা। বলেন, ‘টেস্ট ম্যাচে সুযোগটা আমাকে আরো একধাপ সামনে এগিয়ে নেবে। টেস্টে মাইন্ড সেট করে খেলার সুযোগ আছে যেটা ওয়ানডে বা টি-টোয়েন্টিতে নাই।’
 
অল্প সময়ে টি-টোয়েন্টি থেকে ওয়ানডে তার টেস্ট দলে জায়গা করে নেয়াটাকে কীভাবে দেখছেন? এমন প্রশ্নের জবাবে সাব্বির বলেন, ‘এটা একটা বিরাট সুযোগ। অনেকের ধারণা ছিল হয়তো আমি টি-টোয়েন্টি বা ওয়ানডে ম্যাচের জন্য। কিন্তু আমি মনে করি, নিজের অদম্য ইচ্ছা থাকলে সব কিছু করা সম্ভব।’

১৭ অক্টোবর,২০১৬/এমটি নিউজ২৪ ডটকম/আ শি/এএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে