সোমবার, ১৭ অক্টোবর, ২০১৬, ১০:১৪:৫০

এশিয়ার মাটিতে নতুন রেকর্ডের জন্ম দিলেন বিশু

এশিয়ার মাটিতে নতুন রেকর্ডের জন্ম দিলেন বিশু

স্পোর্টস ডেস্ক: সফরকারী বোলার হিসেবে এশিয়ার মাটিতে নতুন রেকর্ডের জন্ম দিলেন ওয়েস্ট ইন্ডিজের লেগ-স্পিনার দেবেন্দ্র বিশু। পাকিস্তানের বিপক্ষে দুবাই টেস্টের দ্বিতীয় ইনিংসে ৪৯ রানে ৮ উইকেট নেন বিশু। ফলে এশিয়ার মাটিতে সেরা বোলিং ফিগারের নজির গড়ে ২০ বছরের পুরনো রেকর্ড ভাঙ্গলেন তিনি।

১৯৯৬ সালে কলকাতা টেস্টে ভারতের বিপক্ষে ২১ দশমিক ২ ওভার বল করে ৬৪ রানে ৮ উইকেট নিয়েছিলেন দক্ষিণ আফ্রিকার অলরাউন্ডার ল্যান্স ক্লুজনার। তাই সফরকারী বোলার হিসেবে এশিয়ার মাটিতে সেরা বোলিং ফিগারের রেকর্ডটা গেল ২০ বছর নিজের দখলেই রেখেছিলেন তিনি।

কিন্তু গতরাতে দুবাই টেস্টের দ্বিতীয় ইনিংসে পাকিস্তানের বিপক্ষে ১৩ দশমিক ৫ ওভারে ৪৯ রান দিয়ে ৮ উইকেটে নিয়ে এশিয়ার মাটিতে সেরা বোলিং ফিগারের রেকর্ড দখলে নিয়ে নিলেন বিশু।

তার বোলিং ঘুর্ণিতে পড়ে দ্বিতীয় ইনিংসে ১২৩ রানেই গুটিয়ে যায় পাকিস্তান। প্রথম ইনিংসে ৩ উইকেটে ৫৭৯ রান করেছিলো পাকিস্তান। প্রথম ইনিংসে ১২৫ রানে ২ উইকেট নিয়েছিলেন বিশু।

এই তালিকার তৃতীয়স্থানে আছেন অস্ট্রেলিয়ার লেগ-স্পিনার স্টুয়ার্ট ম্যাকগিল। ২০০৬ সালে ফতুল্লা টেস্টে বাংলাদেশের বিপক্ষে ৩৩ দশমিক ৩ ওভারে ১০৮ রানে ৮ উইকেট নেন ম্যাকগিল।
১৭ অক্টোবর,২০১৬/এমটি নিউজ২৪ ডটকম/আ শি/এএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে