বুধবার, ০৭ অক্টোবর, ২০১৫, ১০:১৪:৩৯

মামলা থেকে রেহাই পেলেন মেসি

 মামলা থেকে রেহাই পেলেন মেসি

স্পোর্টস ডেস্ক: ২০০৭ সাল থেকে ২০০৯ সাল পর্যন্ত আর্জেন্টাইন তারকা লিওনেল মেসির বিরুদ্ধে প্রায় ৪.১ মিলিয়ন ইউরো কর ফাঁকির অভিযোগ আনা হয়। অবশেষে স্পেনের আদালত চলমান মামলাটির অভিযুক্তের তালিকা থেকে মেসির নাম সরিয়ে নিয়েছে।

মেসির বিরুদ্ধে স্পেনের কর বিভাগের অভিযোগ, প্রায় ৪১ লাখ ইউরো কর ফাঁকি দিয়েছেন বার্সার এই তারকা খেলোয়াড়।  যা বাংলাদেশি মুদ্রায় ৩৬ কোটি টাকার সমান। এর দায় বর্তায় মেসির এজেন্টের ভূমিকা পালন করা তার বাবা হোর্হে মেসির ওপরও। তাই তাকে এখনও অভিযুক্তের তালিকায় রাখা হয়েছে।

উরুগুয়ে, বেলিজ, সুইজারল্যান্ড ও যুক্তরাজ্যের কিছু নামকাওয়াস্তে প্রতিষ্ঠানকে ব্যবহার করে বার্সেলোনার ফুটবল তারকার ছবি স্বত্ব বিক্রির মাধ্যমে এ কর ফাঁকি দেয়া হয়েছে বলে অভিযোগ। কর ফাঁকির অভিয়োগে কয়েকদিন আগেও আদালতের কাঠগড়ায় দাঁড়াতে হয়েছে মেসিকে।
৭ অক্টোবর ২০১৫,এমটি নিউজ/আরিফুর/রাজু

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে