স্পোর্টস ডেস্ক: ভারতের কটক স্টেডিয়ামে দর্শকদের বোতল বৃষ্টির দৃশ্য দেখেছে গোটা ক্রিকেট বিশ্ব। এই ন্যাক্কার জনক ঘটনার জন্য নিষিদ্ধ হতে পারে ওই স্টেডিয়ামটি। দর্শকদের এমন বাজে আচরণের জন্য নিন্দার ঝড় তোলেন বিশ্ব ক্রিকেটাররা।
তবে কটকের মত দর্শকদের হোলি খেলা যাতে ৮ অক্টোবরের ইডেন ম্যাচে না ঘটে, সে জন্য বিশেষ ব্যবস্থা নিচ্ছে ক্রিকেট অ্যাসোসিয়েশন অব বেঙ্গল (সিএবি)। দর্শকদের অহেতুক আচরণের জন্য স্টেডিয়ামে নেয়া হয়েছে চার স্তরের কড়া নিরাপত্তা ব্যবস্থা। যাতে কোন রকম বোতল নিয়ে স্টেডিয়ামে না ঢুকতে পারে সে ব্যবস্থাও নেয়া হয়েছে।
টি-টোয়েন্টি সিরিজ হাতছাড়া হয়ে গিয়েছে। ৮ অক্টোবর ইডেন ম্যাচ পরিণত হয়েছে নিয়মরক্ষার ম্যাচ। তবু, যেকোনও মূল্যে অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে চায় সিএবি। কোনোরকম পানীয়ের বোতল নিয়ে দর্শকেরা যাতে স্টেডিয়ামে ঢুকতে না পারেন, সেদিকে কড়া নজরদারী চালাবে কলকাতা পুলিশ। তবে দর্শকদের জন্য মাঠে পর্যাপ্ত পানি রাখার ব্যবস্থা করা হচ্ছে।
৮ তারিখে ইডেনের মাঠে প্রায় চল্লিশ হাজার দর্শক হবে বলে আশা সিএবি কর্তাদের। সম্ভাবনা দেখা দিয়েছে বৃষ্টির। তবে, ২২ গজে বৃষ্টি যাতে প্রভাব না ফেলতে পারে, সেজন্য থাকছে চারটি সুপার সপার, ৩ টি পাম্প। তথ্যসূত্রঃ এনডিটিভি
৭ অক্টোবর ২০১৫,এমটি নিউজ/আরিফুর/রাজু