স্পোর্টস ডেস্ক : কয়েকদিন আগে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টি-টায়েন্টি সিরিজ শেষ হয় ভারতের। এই সিরিজে দক্ষিণ আফ্রিকা ভারতীয় ক্রিকেটারদের কোনাঠাসা করে সিরিজ জিতে নেয়।
শোয়েব আক্তার এই সিরিজে ভারতীয় বোলারদের পারফর্ম নিয়ে প্রশ্ন তুলেছেন। তবে তার পছন্দের এক ভারতীয় ক্রিকেটারের প্রশংসা করতে ভুলেননি তিনি।
ভারতের হেরে যাওয়ার জন্য শোয়েব আক্তার বোলারদের দায়ী করেন। পরে শোয়েব আক্তার বলেন, বর্তমান সময়ে ভারতের একজন বোলারই আমার দৃষ্টিতে ভালো। তিনি হলেন, রবিচন্দ অশ্বিন।
উইকেট নেয়ার মত বোলার তিনিই। শোয়েব আক্তারের কথা একটি যৌক্তিক বিচারে মিলেও গেছে। সেটি হলো, গত পাঁচ বছর ধরে টি-টোয়েন্টিতে ভারতের মধ্যে সর্বাধিক উইকেট শিকার করেছেন অশ্বিন।
জাদেজাকে দলের বাইরে রাখা ঠিক হয়নি বলে মনে করেন তিনি। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে জাদেজাকে ভারতীয় একাদশে নেয়ার জন্যও পরামর্শ দেন তিনি।
ওয়ানডে সিরিজ জেতার জন্য ভারতকে ৩ জন স্পিনার নিয়ে খেলা উচিত বলেও জানান স্পিড স্টার শোয়েব আক্তার। দক্ষিণ আফ্রিকা ও ভারতের শেষ টি-টোয়েন্টি ম্যাচে যে বোতল নিক্ষেপের ঘটনা ঘটেছে তা মোটেই কাম্য নয় বলে মনে করেন শোয়েব।
৭ অক্টোবর ২০১৫/এমটিনিউজ২৪/হাবিব/এইচআর