বুধবার, ০৭ অক্টোবর, ২০১৫, ১২:৩৭:৩৯

টি-টোয়ান্টিতে শীর্ষে ভারতের সেই খেলোয়াড়

টি-টোয়ান্টিতে শীর্ষে ভারতের সেই খেলোয়াড়

স্পোর্টস ডেস্ক: সোমবার কটক স্টেডিয়ামে দলের সব খেলোয়াড়রা ব্যর্থতার পরিচয় দিলেন সফল ছিলেন ভারতের একজন। তার বোলিং তান্ডবে কুপোকাত হন  হাশিম আমলা, এবি ডি ভিলিয়ার্স ও ফাফ দু প্লেসিসের মত খেলোয়াড়রা।

ভারতীয়দের লজ্জার দিনে দলকে কিছুটা হলেও সম্মান বাঁচিয়েছে রবিচনদ্রণ আশ্বিন। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ২৪ রানে তিন উইকেট নিয়েছেন তিনি।


২০১০-১৫ পর্যন্ত টানা পাঁচ বছরে ক্রিকেটের ক্ষুদ্রতম সংস্করণে ২৮টি ম্যাচ খেলেছেন অশ্বিন। তার উইকেটের সংখ্যা দাড়িয়েছে ২৯। এর আগে ইরফান পাঠানের ছিল ২৪টি উইকেট। ২৮টি ম্যাচ খেলেছিলেন পাঠান। অশ্বিন-পাঠানের পর তিন নম্বরে রয়েছেন হরভজন সিং (২৭ ম্যাচে ২৪ উইকেট)। চারে যুবরাজ সিং (৪০ ম্যাচে ২৩টি)। পাঁচে যৌথ ভাবে অশোক দিন্দা (নয়ম্যাচে ১৭টি) ও জাহির খান(১৭ ম্যাচে ১৭)। সূত্র: টাইমস অব ইন্ডিয়া
৭ অক্টোবর ২০১৫,এমটি নিউজ/আরিফুর/রাজু

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে