বুধবার, ০৭ অক্টোবর, ২০১৫, ১২:৪৯:৪০

গুঞ্জন উঠেছিল অনেক, মাশরাফি-গেইলদের নতুন কোচ হয়েছেন এক টাইগার

গুঞ্জন উঠেছিল অনেক, মাশরাফি-গেইলদের নতুন কোচ হয়েছেন এক টাইগার

স্পোর্টস ডেস্ক : নিজেকে অনন্য উচ্চতায় নিয়ে যাচ্ছেন সাবেক এক টাইগার ক্রিকেটার। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সাবেক কোচ ছিলেন তিনি।

দেশের ক্রিকেটের ভিতকে পাকাপোক্ত করার কাজে টানা ৫ বছর টাইগারদের সাথে লেগে ছিলেন তিনি। নিজের উদ্ভাবিত পদ্ধতিকে ক্রিকেটারদের হাতে কমলে গঠন করতেন সময়ের ব্যবধানে অনেকটাই খবরের বাইরে থাকা সাবেক এই টাইগার ক্রিকেটার।

অনুষ্ঠিতব্য বিপিএল আসরে বড় বাজেট নিয়ে মাঠে নেমেছে কুমিল্লা লিন্ডেজ। ওয়াসিম আকরামকে কোচ হিসাবে নিয়োগ দিতে চেয়েছিল কুমিল্লাহ লিন্ডেজ।

কিন্তু এবার বাংলাদেশের কোচ সালাহ উদ্দিনকে এই চেয়ারে বসানো হয়েছে। অনেক গুঞ্জনের পর অবশেষে মাশরাফি-আফ্রিদি-গেইলদের দলের নয়া কোচ হয়েছেন সালাহ উদ্দিন।

বিপিএলে সিলেট রয়্যালসের হয়ে কাজ করেছেন তিনি। এই দলটির উন্নতিতেও তার অবদান বেশ প্রশংসার। কুমিল্লাহ দলের কোচ হয়ে ভালো করা নিয়ে আশাবাদী সালাহ উদ্দিন। প্রসঙ্গত, কুমিল্লাহ লিন্ডেজের কর্মকর্তা নাফিসা কামাল এর আগে জানান, মাশরাফি থাকবেন আমাদের টিমের অধিনায়ক আর গেইল ও আফ্রিদি খেলবেন কুমিল্লাহ লিন্ডেজের হয়ে।

আর গেইল ও আফ্রিদি বাংলাদেশে বিপিএল খেলতে উড়ে আসতে মরিয়া। আফ্রিদি বিপিএলে অংশ নিয়ে নিজের হারানো রুপ ফিরে পেতে চান বলে নিজের মুখে জানান কয়েকদিন আগে। এই টিমের কোচ হয়ে নিজেকে গর্বিত ভাবছেন সালাহউদ্দিন!
৭ অক্টোবর ২০১৫/এমটিনিউজ২৪/হাবিব/এইচআর

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে