বুধবার, ০৭ অক্টোবর, ২০১৫, ০১:৪৯:০৪

মেসি না খেললে বার্সেলোনার জন্য অনেক ভালো!

মেসি না খেললে বার্সেলোনার জন্য অনেক ভালো!

স্পোর্টস ডেস্ক: পায়ে ছোট পেযে প্রায় দু’মাসের জন্য মাঠের বাহিরে অবস্থান করছেন বার্সার অন্যতম ভরসা লিওনেল মেসি। লাস পালমাসের বিপক্ষে মাঠে নেমে মাত্র দশ মিনিটেই পায়ে ছোট পেয়ে বসেন তিনি। এর পর খুড়িয়ে খুড়িয়ে মাঠ ছাড়েন তিনি। পরে ফুটবল বিশ্ব এবং বার্সার জন্য দুঃসংবাদ এলো প্রায় দুমাস মাঠে নামতে পারবেন না তিনি। তার এ ইনজুরিতে পড়া নিয়ে চিন্তায় পড়ে গেল বার্সা সমর্থকেরা। মেসিকে ছাড়া খেলবে কীভাবে বার্সেলোনা?

মেসিকে ছাড়া নামা পরের ম্যাচে ইনজুরিতে পড়েন বার্সার আরেক তারকা ইনেয়েস্তা। আর দলের হার চরম ভাবে ভুগিয়েছে বার্সা শিবিরকে। বার্সেলোনার প্রাণভোমরা যে মেসিই, সেটি গত কয়েকটি খেলাতেই পরিষ্কার।

কিন্তু তার পরও পরিসংখ্যান বলছে ভিন্ন কথা, মেসি না খেললেই বরং সেটি বার্সেলোনার জন্য ভালো! অদ্ভুত শোনালেও এমনই পরিসংখ্যান নিয়ে হাজির হয়েছেন ডেইলি মেইলের পিট জেনসন।
 
তাদের পরিসংখ্যান বলছে, মেসিকে ছাড়া খেলা ম্যাচগুলোর শতকরা ৮৯ ভাগ ম্যাচেই জয় নিয়ে মাঠ ছেড়েছে বার্সেলোনা। অথচ মেসি থাকলে বার্সার জয়ের হার ৭১ শতাংশ! মেসি না থাকলে দলটির ম্যাচপ্রতি পাওয়া পয়েন্ট ২.৩ থেকে বেড়ে ২.৭ হয়ে যায়। এমনকি মেসি মাঠে থাকলে নাকি গোলও কম পায় বার্সেলোনা! মেসি খেলেছেন এমন ম্যাচে গড়ে ২.৭১টি গোল পায় কাতালান দলটি। আর মেসি না থাকলে ম্যাচপ্রতি গোল সংখ্যা বেড়ে ৩.১৬ হয়ে যায়।
তার মানে তো মেসিকে ছাড়াই বার্সেলোনা ভালো খেলে! জেনসন তো ঠিকই বলছেন! কিন্তু এই ‘ঠিক কথা’ বলতে গিয়েই তোপের মুখে পড়েছেন জেনসন। রীতিমতো ধুয়ে দেওয়া হচ্ছে তাঁকে ভার্চুয়াল দুনিয়ায় নানা পাল্টা বিশ্লেষণ আর মন্তব্যে। জেনসনের লেখাটি শোরগোল ফেলেছে বেশ। ফেলবেই তো, জেনসন যে দাবি করছেন, মেসি না খেললেই বার্সার জন্য সেটি ভালো!

আসলে জেনসনের হাজির করা পরিসংখ্যানে আছে শুভংকরের ফাঁকি। ২০১০-১১ থেকে ২০১৪-১৫ মৌসুম নেওয়া হয়েছে এই পরিসংখ্যানের হিসাবে। এ সময় মেসিকে ছাড়া বার্সা ম্যাচ খেলেছে মাত্র ৩৬টি। এর সঙ্গে তুলনা করা হয়েছে মেসি খেলেছেন এমন ২৬৮টি ম্যাচ।

৩৬টি ম্যাচের সঙ্গে ২৬৮ ম্যাচের পরিসংখ্যানের তুলনা চলে না। কারণ দুটোর মধ্যে ব্যবধান অনেক বেশি। ধরুন মেসি এক ম্যাচে খেলেননি, তাতে বার্সা জিতেছে। আর মেসি খেলেছেন এমন ৫০ ম্যাচে বার্সা ৪০টি জিতেছে। সে ক্ষেত্রে মেসিকে ছাড়াই বার্সার জয়ের হার তো দেখাবে ১০০ শতাংশ!

মেইলের ওই প্রতিবেদনেই এক পাঠক তাই মন্তব্য করেছেন, ‘সাংবাদিকদের মনে হয় পরিসংখ্যান শেখানো হয় না। উনি কি আদৌ ভ্যারিয়েশনগুলো বিবেচনায় নিয়েছেন? সংখ্যাও কিন্তু মিথ্যা বলে...।’  সূত্র : প্রথম আলো
৭ অক্টোবর ২০১৫,এমটি নিউজ/আরিফুর/রাজু

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে