বৃহস্পতিবার, ২০ অক্টোবর, ২০১৬, ০৫:১০:৫৮

অভিষেকেই ঐতিহাসিক রেকর্ড গড়লেন মিরাজ

অভিষেকেই ঐতিহাসিক রেকর্ড গড়লেন মিরাজ

স্পোর্টস ডেস্ক : বয়সভিত্তিক ক্রিকেটের মূখ ছিলেন তিনি। সবশেষ অনূর্ধ্ব-১৯ দলের অধিনায়ক ছিলেন। কিন্তু জাতীয় দলে এসে টেস্ট ক্রিকেটের প্রথম দিনটিতেই মেহেদী হাসান মিরাজ আলোচনায় বয়স নিয়েই। বাংলাদেশের হয়ে অভিষেকে সবচেয়ে কম বয়সে ৫ উইকেট নেওয়ার কীর্তি গড়লেন মিরাজ।

প্রথম দিনে ৩৩ ওভার বল করে রান দিয়েছেন মাত্র ৬৪। ইকোনমি ১.৯৩। মেডেন ওভার করেছেন ৬টি। বেন ডাকেট, গ্যারি ব্যাল্যান্স, জো রুট ও মঈন আলীর মতো তারকা ব্যাটসম্যানদের সাজ ঘরে ফেরান মিরাজ।

অভিষেকে এর আগেও বাংলাদেশের হয়ে ৫ উইকেট পেয়েছেন ছয় জন। তবে মিরাজের চেয়ে কম বয়সে কেউ নন। অভিষেকের দিনটিতে মিরাজের বয়স ১৮ বছর ৩৬১ দিন। এর আগে ২১ বছর ১০০ দিন বয়সে অভিষেকে ৫ উইকেট পেয়েছিলেন সোহাগ গাজী। ২০১২ সালে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে মিরপুরে ৬ উইকেট নিয়েছিলেন ৭৬ রানে। ২১ বছর ১৬৩ দিন বয়সে নিয়েছিলেন মঞ্জুরুল ইসলাম। ২০০১ সালে জিম্বাবুয়ের বিপক্ষে বুলাওয়াওয়েতে ৮১ রানে নিয়েছিলেন ৬ উইকেট।

দিনের শুরুতে অধিনায়ক মুশফিকুর রহিমের কাছ থেকে টেস্ট ক্যাপ পেয়েছিলেন মিরাজ। দ্রুতই তাকে দেখা গেছে বল হাতে। আক্রমণে এসেছিলেন দিনের দ্বিতীয় ওভারেই। এরপর দারুণ বোলিংয়ে দিনটি করে নিয়েছেন নিজের। টেস্ট ক্রিকেটে নিজের প্রথম দিনেই নিয়েছেন ৫ উইকেট।

২০ অক্টোবর ২০১৬/এমটিনিউজ২৪/এসএস/এসবি

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে