স্পোর্টস ডেস্ক : বাংলাদেশের সর্ব প্রথম টেস্ট সেঞ্চুরিয়ান আমিনুল ইসলাম বুলবুল। আমিনুল ইসলাম এখন (এশিয়ান ক্রিকেট কাউন্সিল) এসিসির প্রশিক্ষক। এসিসির প্রশিক্ষক হিসাবে তিনি এখন ঢাকায়। ঢাকায় এক সাক্ষাৎকারে বলেন দেশের ক্রিকেট নিয়ে নানা কথা। টেস্টে বাংলাদেশের উন্নতি না হওয়ায় সন্তুষ্ট নন তিনি।
২০০০ সালের নভেম্বরে ঢাকায় ভারতের বিপক্ষে ১৪৫ রান করে দেশের টেস্ট ইতিহাসে প্রথম সেঞ্চুরির নায়ক হওয়া বুলবুল সন্তুষ্ট নন বাংলাদের টেস্ট র্যাঙ্কিং নিয়ে। তার মতে নয় নম্বরের পরিবর্তে ৬/৭ নম্বরে থাকা উচিত ছিল দেশের টেস্ট র্যাঙ্কিং। বুলবুল বলেন, সৌম্য -মুস্তাফিজের মত অনেকেই জাতীয় দলে আসেন।
কয়েকটি ম্যাচ ভালো খেলেই খারাপ খেলে। পড়ে দল থেকে বাদ পড়ে। ফলে আবার নতুন মুখ আসে। তিনি বলেন, বাদ পড়াদের সংখ্যা বাড়তেই থাকে। ফলে ক্রিকেটের তেমন উন্নতি হয় না।
বুলবুলের মতে অন্তত ১০ বছর ধরে একজন ক্রিকেটার দেশের হয়ে খেলুক। পরে তিনি ক্রিকেটার তৈরী নিয়ে কথা বলেন বুলবুল। বিসিবির টিম পাঠিয়ে বিভাগ, জেলা ও উপজেলা থেকে ক্রিকেটার উঠিয়ে নিয়ে আসার প্রস্তাব দেন তিনি।
৭ অক্টোবর ২০১৫/এমটিনিউজ২৪/হাবিব/এইচআর