বুধবার, ০৭ অক্টোবর, ২০১৫, ০২:২৬:৪২

স্টেডিয়াম নিষিদ্ধের দাবি তোলায় গাভাস্কারকে ‘খোঁচা’

স্টেডিয়াম নিষিদ্ধের দাবি তোলায় গাভাস্কারকে ‘খোঁচা’

স্পোর্টস ডেস্ক: সোমবার ভারতের কটকের স্টেডিয়ামে দর্শকদের বোতল নিক্ষেপের উদ্ভট আচরণে হতবাক হয়েছে বিশ্ববাসী। বারাবটি স্টেডিয়ামে দর্শকদের বোতল নিক্ষেপের কারণে দু’দফায় খেলা বন্ধ থাকে প্রায় ৪০ মিনিটের উপর। এই ঘটনায় পুরো ক্রিকেট বিশ্বে উঠে সমালোচনার ঝড়।

মাঠে দর্শকদের বোতল ছোঁড়ার এই ঘটনার নিন্দা করে সাবেক ভারত অধিনায়ক সুনীল গাভাস্কার সম্প্রতি বলেছিলেন, ‘কটকে আগামী কয়েক বছরের জন্য কোনও আন্তর্জাতিক ম্যাচ দেওয়াই উচিত না বিসিসিআই-এর। বোর্ডের এখনই উচিৎ ওড়িশা ক্রিকেট অ্যাসোসিয়েশনকে (ওসিএ) ভর্তুকির পরিমাণ কমিয়ে দেওয়া।’

গাভাস্কারের এই মন্তব্যের পরিপেক্ষিতে সাবেক ভারত অধিনায়কের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করে ওড়িশা ক্রিকেট অ্যাসোসিয়েশন। ওই ক্রিকেট অ্যাসোসিয়েশন  গাভাস্কারকে শুধুমাত্র ধারাভাষ্যকার বলে খোঁচা দিলেন।  তাদের বক্তব্য, একজন ধারাভাষ্যকার কখনও ভেন্যু ঠিক করতে পারেন না।

ওসিএ-র সচিব আর্শীবাদ বেহরা বলেছেন, ‘আন্তর্জাতিক ম্যাচ কোথায় হবে, কোন ভেন্যুতে হবে তা সুনীল গাভাস্কার ঠিক করতে পারেন না। তিনি একজন শুধুমাত্র ধারাভাষ্যকার।’
৭ অক্টোবর ২০১৫,এমটি নিউজ/আরিফুর/রাজু

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে