বৃহস্পতিবার, ২০ অক্টোবর, ২০১৬, ১০:৩৭:০৫

দ্বিতীয় ওয়ানডে-তে নিউজিল্যান্ডের সাথে হেরে গেল ভারত

দ্বিতীয় ওয়ানডে-তে নিউজিল্যান্ডের সাথে হেরে গেল ভারত

স্পোর্টস ডেস্ক: দিনটা ছিল না বিরাট কোহলির। প্রথম ওয়ানডে জিতলেও দ্বিতীয় ওয়ানডে-তে হেরে গেল মহেন্দ্র সিংহ ধোনির ভারত। দিল্লিতে জিতে কিউয়িরা ওয়ানডে সিরিজে সমতা ফিরিয়ে আনল। সিরিজের ফলাফল এখন ১-১। যদিও দিল্লি এখনও বহুদূর।

এদিন একটা সময়ে রানের পাহাড় গড়ার ইঙ্গিত দিয়েছিল নিউজিল্যান্ড। কিন্তু ভারতের বোলারদের দাপটে শেষ পর্যন্ত আর বড় রানের স্কোর করতে পারেনি কিউয়িরা। নির্ধারিত ৫০ ওভারের শেষে নিউজিল্যান্ড করে ন’ উইকেটে ২৪২ রান। কেন উইলিয়ামসন ১১৮ রানের ইনিংস খেলেন। ল্যাথাম করেন ৪৬। এর পরে কিউয়ি ব্যাটসম্যানরা কেবল এসেছেন আর গিয়েছেন। ভারতীয় বোলারদের মধ্যে যশপ্রীত বুমরাহ ও অমিত মিশ্র তিনটি করে উইকেট  নেন।

খুব বেশি রানের টার্গেট নয়। তবুও ভারতীয় ব্যাটিং ভেঙে পড়ল ২৩৬ রানে। ইনিংসের শুরু থেকে পার্টনারশিপ গড়ে তুলতে পারেননি ভারতীয় ব্যাটসম্যানরা। বিরাট কোহলি ৯ রানে ফিরে যান প্যাভিলিয়নে। মিডল অর্ডারেও কেউ প্রতিরোধ গড়ে তুলতে পারেননি। যে সময়ে মনে হচ্ছিল ধোনি থাকলে হয়তো ম্যাচটা বের করা সম্ভব, ঠিক সেই সময়ে ফিরে যান ভারত অধিনায়ক (৩৯)। কেদার যাদব করেন ৪১ রান।
শেষের দিকে মরিয়া একটা লড়াই করেছিলেন হার্দিক পাণ্ড্য ও উমেশ যাদব। কিন্তু শেষরক্ষা আর করা গেল না।-এবেলা
২০ অক্টোবর ২০১৬/এমটিনিউজ২৪/এইচএস/কেএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে