শুক্রবার, ২১ অক্টোবর, ২০১৬, ১১:৩৭:৩১

অভিষেক ম্যাচেই মুস্তাফিজসহ বাংলাদেশের সকল ক্রিকেটারকে ছাড়িয়ে গেলেন মিরাজ

অভিষেক ম্যাচেই মুস্তাফিজসহ বাংলাদেশের সকল ক্রিকেটারকে ছাড়িয়ে গেলেন মিরাজ

স্পোর্টস ডেস্ক: সবে অভিষেক। আর এই ম্যাচে অভিষেক ম্যাচেই মুস্তাফিজসহ বাংলাদেশের সকল ক্রিকেটারকে ছাড়িয়ে গেলেন মিরাজ। ভবিষ্যতে হয়তো অন্য কোনো বোলার তাকে ছাড়িয়ে যাবেন।

কিন্তু সাবেক অধিনায়ক অফ-স্পিনার নাঈমুর রহমান ও সাবেক বাঁ হাতি পেসার মঞ্জুরুল ইসলামকে ছাড়িয়ে টিনএজার মেহেদী হাসান মিরাজই এখন বাংলাদেশের ইতিহাস সেরা। টেস্টে অভিষেকেই দেশের ইনিংস সেরা বোলিং ফিগারের রেকর্ডটা এখন এই অফ-স্পিনারের।

শুক্রবার চট্টগ্রামে দ্বিতীয় দিনে ইংল্যান্ডকে ২৯৩ রানে প্রথম ইনিংসে অল আউট করেছে বাংলাদেশ। শেষ উইকেটটিও মেহেদীর। তাতে ৩৯.৫ ওভারে ৭ মেডেন দিয়ে ৮০ রানে ৬ উইকেট নিয়ে রেকর্ডটা গড়েছেন তিনি।

১৮ বছরের মেহেদী প্রথম দিনে নিয়েছিলেন ৫ উইকেট। এর সাথে আরেকটি উইকেট যোগ হলো দ্বিতীয় দিনের সকালে। স্টুয়ার্ট ব্রডকে (১৩) আউট করে স্মরণীয় এক রেকর্ডের মালিক হলেন মেহেদী। এর আগে নিয়েছেন বেন ডাকেট (১৪), গ্যারি ব্যালান্স (১), জো রুট (৪০), মঈন আলি (৬৮) ও জনি বেয়ারস্টোর (৫২) উইকেট।

মেহেদী মঞ্জুরুলকে ছাড়িয়ে গিয়ে রেকর্ডটা নিজের করে নিয়েছেন। ২০০১ এর এপ্রিলে বুলাওয়েতে জিম্বাবুয়ের একমাত্র ইনিংস থেকে ৬টি শিকার করে বন্ধু নাঈমুরকে ছাড়িয়ে গিয়েছিলেন মঞ্জুরুল। ৩৫-১২-৮১-৬ ছিল তার বোলিং ফিগার। ১৫টা বছর অভিষেকে দেশের সেরা বোলিং ফিগারের মালিক ছিলেন মঞ্জুরুল।

মঞ্জুরুলের আগে আছেন নাঈমুর। ২০০০ সালের নভেম্বরে ভারতের বিপক্ষে দেশের অভিষেক টেস্টে বাংলাদেশকে নেতৃত্ব দিয়েছিলেন নাঈমুর। ভারতের প্রথম ইনিংস থেকে ৪৪.৩ ওভারে ১৩২ রানে ৬ উইকেট নিয়ে রেকর্ড গড়েছিলেন। পরের বছরই রেকর্ডটা নিজের করে নেওয়া মঞ্জুরুলের সেই রেকর্ড শক্তিশালী ইংল্যান্ডের বিপক্ষে খেলে ভেঙে ভিন্ন উচ্চতায় এখন মেহেদী।
২১ অক্টোবর ২০১৬/এমটিনিউজ২৪/হাবিব/এইচআর

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে