শুক্রবার, ২১ অক্টোবর, ২০১৬, ১২:১৫:৩৭

তাজ্জব ব্যাপার, শুরুতেই বাংলাদেশের দুর্ভাগ্য!

তাজ্জব ব্যাপার, শুরুতেই বাংলাদেশের দুর্ভাগ্য!

স্পোর্টস ডেস্ক : ব্যাপারটি তাজ্জব হওয়ার মত। দুই উকেটের পতন! টেস্টের মূল ব্যাটসম্যানেই ডাক মারলেন। শুরুটা ভালো হল না বাংলাদেশের। এক ওভারেই দুই উইকেট তুলে নিল ইংলিশরা। মঈন আলির বলে সাজঘরে ফিরলেন উদ্বোধনী ব্যাটসম্যান ইমরুল কায়েস (২১)। দুই বল পরেই বেন স্টোকসের তালুবন্দি হলেন মমিনুল হক (০)।

এখন মধ্যাহ্নের বিরতি চলছে। এ প্রতিবেদন লেখা পর্যন্ত ২ উইকেট হারিয়ে বাংলাদেশের সংগ্রহ ২৯ রান।

সকাল ১০টায় প্রথম টেস্টের দ্বিতীয় দিনের খেলা শুরু হয়। প্রথম দিনের ৭ উইকেট হারিয়ে ২৫৮ রান নিয়ে মাঠে নেমে সুবিধা করতে পারেনি ইংল্যান্ড। এক ঘণ্টা না যেতেই বাকি তিনটি উইকেটও হারায়। ২৯৩ রানে গুটিয়ে যায় ইংল্যান্ড।

দিনের শুরুতেই জোড়া আঘাত হানে তাইজুল। শেষ উইকেটটি শিকার করেন মিরাজ। এ নিয়ে অভিষেকে ৬টি উইকেট শিকার করে নতুন রেকর্ড গড়ে অনুর্ধ্ব-১৯ দলের এ অধিনায়ক।
২১ অক্টোবর ২০১৬/এমটিনিউজ২৪/হাবিব/এইচআর

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে