বুধবার, ০৭ অক্টোবর, ২০১৫, ০৩:৪০:৫৫

ধোনিদের প্রতি আস্থা হারিয়েছে ভারতীয় ভক্তরা!

ধোনিদের প্রতি আস্থা হারিয়েছে ভারতীয় ভক্তরা!

স্পোর্টস ডেস্ক : ইডেনে ভারত-দক্ষিণ আফ্রিকা টি-টোয়েন্টি ম্যাচটি নিয়মরক্ষার হয়ে পড়ায় মাঠ ভরানো সিএবির কাছে রীতিমত দায় হয়ে পড়েছে। সিএবি কর্তারাই বলছেন, খুব বেশি হলে ৪৫ হাজার দর্শক হতে পারে।
                  
কটকের বারবাটি স্টেডিয়ামে দ্বিতীয় টি-টোয়েন্টি ম্যাচ চলাকালীন দর্শকদের বিশৃঙ্খলার জন্য খেলা বেশ কিছুক্ষণ বন্ধ রাখতে হয়েছিল। টানা দুই ম্যাচে হেরে যাওয়ায় ধোনিদের প্রতি আস্থা হারিয়েছে ভারতীয় ভক্তরা!

সেকারনে এই বিশৃঙ্খলা রুখতে কলকাতা পুলিশ ইডেন ম্যাচে চার স্তরীয়  নিরাপত্তার ব্যবস্থা করেছে। গ্যালারির নীচের নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হচ্ছে।

মঙ্গলবার দুপুরে শহরে এসে গেছে ভারত ও দক্ষিণ আফ্রিকা দল। কোনও দলই এদিন অনুশীলন করেনি। হোটেলে হাল্কা জিম করেন ভারতীয় ক্রিকেটাররা। এদিকে সোমবার রাতে  সিএবির যুগ্মসচিব পদ থেকে ইস্তফা দিয়েছেন সৌরভ গাঙ্গুলি। আগামী ১৫ অক্টোবর এসজিএমে সরকারি ভাবে সভাপতি পদে বসবেন সৌরভ।  জিনিউজ
৭ অক্টোবর ২০১৫/এমটিনিউজ২৪/হাবিব/এইচআর

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে