শুক্রবার, ২১ অক্টোবর, ২০১৬, ০১:২৩:০৬

বাংলাদেশ-ইংল্যান্ড ম্যাচে নজির বিহীন বাজে আম্পায়ারিং!

বাংলাদেশ-ইংল্যান্ড ম্যাচে নজির বিহীন বাজে আম্পায়ারিং!

স্পোর্টস ডেস্ক : এক ইনিংসে ১০ রিভিউর মধ্যে ৭টিই ভুল সিদ্ধান্ত। বাংলাদেশ-ইংল্যান্ড ম্যাচে নজির বিহীন বাজে আম্পায়ারিং! সত্যিই আলোচনার বিষয়। ম্যাচ পরিচালনার দায়িত্বে আছেন লঙ্কান আম্পায়ার ধর্মসেনা এবং নিউজিল্যান্ডের ক্রিস গাফানি। এই দুই আম্পায়ার বহু আন্তর্জাতিক ম্যাচে  আম্পায়ারিং করেছেন। কিন্তু এমন নজির আগে কখনও হয়েছে কি?

মজার ব্যাপার হল যদি ডিসিশন রিভিউ সিস্টেম (ডিআরএস) না থাকতো তবে কী অবস্থা হত ইংলিশদের। হয়তো ১৫০ রানেই অলআউট হয়ে যেত ইংলিশরা! দিনের শুরুর ১২তম ওভারে বাংলাদেশের রিভিউ নেওয়ার ভেতর দিয়ে। মেহেদী মিরাজের বলে ব্যালান্সের এলবিডব্লিউর আবেদন খারিজ করে দেন আম্পায়ার। কিন্তু রিভিউ নিয়ে আউটের রায় পায় বাংলাদেশ।

এরপর টানা তিন-তিনবার মঈন আলীকে আউট ঘোষণা করেন ধর্মসেনা। কিন্তু রিভিউ আবেদনের পর ধর্মসেনাকে সিদ্ধান্ত পাল্টাতে বাধ্য করেন ইংলিশ অলরাউন্ডার।

ইনিংসের ২৪তম ওভারের চতুর্থ বলে মঈন আলীর বিরুদ্ধে এলবিডব্লিউর আবেদন করেন তাইজুল। আম্পায়ার ক্রিস গ্যাফানি নাকচ করে দিলে রিভিউ আবেদন করেন মুশফিক। কিন্তু রায় যায় বাংলাদেশের বিপক্ষে।

৬৪তম ওভারে বেয়ারস্টোর বিপক্ষে ক্যাচের আবেদন করে বাংলাদেশ। আম্পায়ার আউট দেননি। বাংলাদেশ রিভিউ করলে তা নাকচ করে দেন আম্পায়ার।

৮৪তম ওভারে মিরাজের বলে আদিল রশীদের বিপক্ষে এলবিডব্লিউর জন্য রিভিউ নেয় বাংলাদেশ। কিন্তু এবারও ইংলিশদের পক্ষেই যায় রায়।

এদিকে আজ দ্বিতীয় দিনে মোট তিনটি রিভিউ আবেদন করা হয়। যার দুটি যায় ইংলিশদের পক্ষে। আর একটিতে রায় আসে বাংলাদেশের পক্ষে। সবমিলে রিভিউময় একটি ইনিংস শেষ করল বাংলাদেশ-ইংল্যান্ড
২১ অক্টোবর ২০১৬/এমটিনিউজ২৪/হাবিব/এইচআর

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে