শুক্রবার, ২১ অক্টোবর, ২০১৬, ০৪:৪৩:৩১

অভিষেকে সেরা বোলিং-এ দ্বিতীয়স্থান মিরাজের

অভিষেকে সেরা বোলিং-এ দ্বিতীয়স্থান মিরাজের

স্পোর্টস ডেস্ক: বাংলাদেশের ৭তম বোলার হিসেবে অভিষেক ম্যাচে ৫ উইকেট নিয়ে কৃতিত্ব দেখিয়েছিলেন উদীয়মান অফ-স্পিনার মেহেদি হাসান মিরাজ। ইংল্যান্ডের বিপক্ষে টেস্টের দ্বিতীয় দিন আরও ১ উইকেট নিয়ে অভিষেক ম্যাচে নিজের বোলিং ফিগার ৩৯.৫-৭-৮০-৬, এমনটাই দাঁড় করালেন মিরাজ। ফলে বাংলাদেশের পক্ষে অভিষেক ম্যাচে সেরা বোলিং ফিগারের তালিকায় নিজের নাম দ্বিতীয়স্থানে লিখলেন মিরাজ।

চলমান চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরি স্টেডিয়ামে ইংল্যান্ডের বিপক্ষে সিরিজের জাতীয় দলের জার্সি গায়ে প্রথম টেস্টে অভিষেক হয় তরুণ এই অলরাউন্ডারের। টেস্টের প্রথম দিন ৩৩ ওভারে ৬৪ রানে ৫ উইকেট নেন তিনি। ফলে রেকর্ড বইয়ে নাম উঠে ১৮ বছর ৩৬২ দিন বয়সী মিরাজের।

আর টেস্টের দ্বিতীয় দিন আরো ১ উইকেট নিয়ে নিজের উইকেট সংখ্যাটা ৬-এর উত্তীর্ণ করেন মিরাজ। ফলে অভিষেক টেস্টে বাংলাদেশের পক্ষে সেরা বোলিং ফিগারে দ্বিতীয়স্থানে জায়গা করে নেন তিনি। এই তালিকায় সবার উপরে আছেন অফ-স্পিনার সোহাগ গাজী। ২০১২ সালে ঢাকা টেস্টে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে অভিষেক টেস্টে ৭৪ রানে ৬ উইকেট নিয়েছিলেন গাজী।
বাংলাদেশের হয়ে অভিষেক টেস্টে ৬ উইকেট নেয়ার কীর্তি আরো চারজনের আছে। এরা হলেন- নাইমুর রহমান দূর্জয়, মঞ্জুরুল ইসলাম, ইলিয়াস সানি ও সোহাগ গাজী।

২০০০ সালে বাংলাদেশের অভিষেক টেস্টে ভারতের বিপক্ষে ১৩২ রানে ৬ উইকেট নেন ওই ম্যাচের অধিনায়ক দূর্জয়। পরের বছর বুলাওয়েতে জিম্বাবুয়ের বিপক্ষে নিজের অভিষেক ম্যাচে ৮১ রানে ৬ উইকেট শিকার করেন মঞ্জুরুল। এরপর এই তালিকায় দীর্ঘদিন কারও নাম উঠেনি।

তবে ২০১১ চট্টগ্রামে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ৯৪ রানে ৬ উইকেট শিকার করে এই তালিকায় যোগ দেন সানি। আর ২০১২ সালে ঢাকায় ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ৭৪ রানে ৬ উইকেট নিয়ে এই তালিকায় সেরা বোলিং ফিগারের জন্ম দেন সোহাগ।

সোহাগের পর পঞ্চম বোলার হিসেবে অভিষেক টেস্টে ৬ উইকেট শিকারের কীর্তি গড়লেন মিরাজ। আর সেরা বোলিং ফিগারে সোহাগের পরই থাকলেন মিরাজ।
অভিষেকে বাংলাদেশের পক্ষে সেরা বোলিং ফিগার :

প্রথম স্থানে সোহাগ গাজী ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ২৩.২ ওভারে ২টি মেডেন ৭৪ রানে ৬ উইকেট। দ্বিতীয় স্থানে মেহেদি হাসান মিরাজ ইংল্যান্ডের বিপক্ষে ৩৯.৫ ওভারে ৭টি মেডেন ৮০ রানে ৬ উইকেট। তৃতীয় স্থানে মঞ্জুরুল ইসলাম জিম্বাবুয়ের বিপক্ষে ৩৫ ওভারে ১২টি মেডেন ৮১ রানে ৬ উইকেট। চতুর্থ স্থানে ইলিয়াস সানি ওয়েস্ট ইন্ডিজের ২৩ ওভারে ৯৪ রানে ৬ উইকেট। পঞ্চম স্থানে নাইমুর রহমান দূর্জয় ভারতের বিপক্ষে ৪৪.৩ ওভারে ৯টি মেডেন ১৩২ রানে ৬ উইকেট।
২১ অক্টোবর,২০১৬/এমটি নিউজ২৪ ডটকম/আ শি/এএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে