শুক্রবার, ২১ অক্টোবর, ২০১৬, ০৪:৫১:০২

একটুর জন্য যে রেকর্ড হলো না মিরাজের

একটুর জন্য যে রেকর্ড হলো না মিরাজের

স্পোর্টস ডেস্ক: সফরকারী দল ইংল্যান্ডের বিপক্ষে একটুর জন্য বাংলাদেশের হয়ে টেস্ট অভিষেকে সেরা বোলিংয়ের রেকর্ড গড়া হলো না মেহেদি হাসান মিরাজের। চট্টগ্রাম টেস্টের প্রথম দিন ইংল্যান্ডের ৫ উইকেট তুলে নেন বাংলাদেশের অভিষিক্ত এ খেলোয়াড়।


পরের দিন ছিলেন এক রেকর্ডের সামনে। বাংলাদেশের হয়ে অভিষেকে সেরা বোলিং এখন পর্যন্ত সোহাগ গাজীর দখলে। ২০১২ সালে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে অভিষেক ইনিংসে তিনি ৭৪ রানে নেন ৬ উইকেট। অভিষেকে ৬-এর অধিক উইকেট নেয়ার ঘটনা কোনো বোলারের নেই।

টেস্টের দ্বিতীয় দিন ইংল্যান্ডের আর দু’টি উইকেট তুলে নিলে মিরাজ সবাইকে ছাড়িয়ে যেতেন। কিন্তু এদিন বাকি থাকা ইংল্যান্ডের তিন উইকেটের দু’টি তুলে নেন তাইজুল ইসলাম। তবে শেষ উইকেটটি তুলে নেন মিরাজ। এতে অভিষেক ইনিংসে ৮০ রানে ৬ উইকেট তুলে নেন তিনি।

এতে সবাইকে টপকে নয়া রেকর্ড গড়া হয়নি তার। অবশ্য বাংলাদেশের হয়ে অভিষেক টেস্টে ৬ উইকেট নেয়ার ঘটনা আছে পাঁচজনের। ৭৪ রানে ৬ উইকেট নিয়ে সবার ওপরে সোহাগ গাজী। তালিকায় দ্বিতীয় স্থানে মেহেদি হাসান মিরাজ।

এছাড়া এই তালিকায় আছেন মানজারুল ইসলাম, ইলিয়াস সানি ও নাঈমুর রহমান দুর্জয়। বাংলাদেশের প্রথম টেস্টে ভারতের বিপক্ষে দুর্জয় নেন ১৩২ রানে ৬ উইকেট।
২১ অক্টোবর,২০১৬/এমটি নিউজ২৪ ডটকম/আ শি/এএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে